মায়ের সঙ্গে নাচ ছেলের, বাঁশি ফেরি বৃদ্ধের, বিশেষ চাহিদাসম্পন্নদের নানা ছবি
08:16 PM Dec 03, 2022 | Sucheta Sengupta
Advertisement
Tap to expand 'ওরা অকারণে চঞ্চল'। জীবন কিছুটা ভিন্ন পথেই চলে। রোজ দিন কাটে অন্যভাবে, অন্যের উপর নির্ভরশীল হয়ে। ওরা বিশেষ চাহিদাসম্পন্ন। বছরের এই একটি দিন ওদের জন্য নানা আয়োজন। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। ছবি: শুভাশিস রায়।
Tap to expand তবে কারও কারও জীবন বিশেষ দিনেও কাটল আর পাঁচটা দিনের মতো। ধর্মতলার রাস্তায় বাঁশি ফেরি করে বেড়ালেন বিশেষ চাহিদাসম্পন্ন এই বৃদ্ধ। ছবি: শুভাশিস রায়।
Tap to expand বাঁধভাঙা আনন্দ। একসঙ্গে তারই মতো এতজন মানুষকে দেখে উচ্ছ্বসিত বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর। মায়ের হাত ধরে রাস্তাতেই নেচে উঠল সে। ছবি: শুভাশিস রায়।
Tap to expand কারও পরনে পাঞ্জাবি-পাজামা-জ্যাকেট, কারও ঝলমলে জামা। মা আর বন্ধুদের সঙ্গে নিয়ে মঞ্চে সুরে-তালে নাচ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের। ছবি: শুভাশিস রায়।
Tap to expand 'পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী'র উদ্যোগে 'বিশ্ব প্রতিবন্ধী দিবসে' বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ধর্মতলায়। রানি রাসমনি রোডের সেই মঞ্চ নেচে, গেয়ে মাতাল বিশেষ চাহিদাসম্পন্নরা। সেইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন কৃতীদের সংবর্ধনাও দেওয়া হয়। ছবি: শুভাশিস রায়।
ধর্মতলায় 'বিশ্ব প্রতিবন্ধী দিবস' উপলক্ষে হয়ে গেল বিশেষ অনুষ্ঠান।