সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোস্তায় উড়ালপুল ভেঙে পড়ার রেশ কাটতে না কাটতেই মাঝেরহাট ব্রিজ বিপর্যয়৷ একের পর এক ব্রিজ ভাঙার ঘটনায় দুশ্চিন্তায় রাজ্যবাসী৷ ব্রিজ বিপর্যয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন এক আইনজীবী৷ এই ঘটনায় দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ ব্রিজ বিপর্যয়ে হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হবে বৃহস্পতি বা শুক্রবার৷
[ব্রিজ ভাঙার সঙ্গে মেট্রো প্রকল্পের কোনও যোগ নেই, প্রাথমিক রিপোর্টে জানাল ‘রাইটস’]
২০১৩-য় উলটোডাঙা৷ ২০১৬-য় গিরিশ পার্ক৷ আর তার দু’বছরের মাথায় ফের সেতুভঙ্গের ত্রাস মহানগরে৷ এবার দক্ষিণ কলকাতার মাঝেরহাট৷ মঙ্গলবার ভরা বিকেলের ব্যস্ত সময়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৬৪ বছরের পুরনো মাঝেরহাট ব্রিজের একটি অংশ৷ একের পর এক ব্রিজ বিপর্যয়ে প্রাণের ভয়ে আতঙ্কিত আমজনতা৷ যে ব্রিজ দিয়ে নিত্যদিন যাতায়াত চলছে, সেই ব্রিজগুলি ভেঙে পড়বে না তো, সেই প্রশ্নও উঁকি দেয় অনেকের মনেই৷ একের পর এক ব্রিজ বিপর্যয়ের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করলেন কলকাতা হাই কোর্টের এক আইনজীবী৷ বুধবার প্রধান বিচারপতির ডিভাশন বেঞ্চে ওই আইনজীবী একের পর এক ব্রিজ বিপর্যয়ের ঘটনায় দৃষ্টি আকর্ষণ করেন৷ রাজ্যের ব্রিজগুলির কী অবস্থা, আদৌ সময় মতো ব্রিজগুলির রক্ষণাবেক্ষণ হচ্ছে কী না, তা ওই জনস্বার্থ মামলায় খতিয়ে দেখা হবে৷ আইনজীবীর মুখ থেকে গোটা ঘটনা শোনার পর মামলা দায়েরের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ জরুরি ভিত্তিতে আগামী বৃহস্পতি বা শুক্রবারের মধ্যেই এই মামলার শুনানির নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
[একের পর এক দুর্ঘটনায় এবার ঢাকুরিয়া-টালা ব্রিজ নিয়ে উদ্বেগ]
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে পোস্তায় ভেঙে পড়ে উড়ালপুল৷ এই ঘটনাতেও কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়৷
The post পোস্তার পর মাঝেরহাট, পরপর ব্রিজ বিপর্যয়ে দায়ের জনস্বার্থ মামলা appeared first on Sangbad Pratidin.