শুভঙ্কর বসু: সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন নিয়ে তৈরি বাংলার ট্যাবলো খারিজ বিতর্কে এ বার নয়া মোড়। এবার এ নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।
বাংলার প্রস্তাবিত নেতাজির জীবন সম্বলিত ওই ট্যাবলো কেন বাদ দেওয়া হল সেবিষয়ে কেন্দ্রকে জবাবদিহি করার আবেদন জানানো হয়েছে মামলায়। পাশাপাশি রাজ্যের তৈরি ট্যাবলো অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
[আরও পড়ুন: প্রসবের সময় থাকতে পারবেন প্রসূতির আত্মীয়, রাজ্যে চালু নয়া প্রকল্প ‘প্রসব সাথী’]
এক দিকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। সে কথা মাথায় রেখেই নেতাজির জীবনকে বিষয়বস্তু করে ট্যাবলো পাঠিয়েছিল রাজ্য সরকার। যা বাতিল করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। নেতাজির ট্যাবলো খারিজ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। কেন রাজ্যের ট্যাবলো বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে পালটা চিঠিতে ব্যাখ্যাও দিয়েছে কেন্দ্র। তবে বিতর্ক থেমে নেই।
যদিও এবারই প্রথম নয়, আগেও রাজ্যের ট্যাবলো বাদ পড়েছিল। ২০২১ সালে রাজ্য সরকার ‘কন্যাশ্রী’, ‘সবুজ সাথী’, ‘জল ধর, জল ভর’-র মতো বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাব দেয়, সেবারও বাংলার ট্যাবলো কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করেনি কেন্দ্র। এবার নেতাজির জীবন সম্পর্কিত ট্যাবলো নিয়ে বিষয়টি গড়াল কলকাতা হাই কোর্ট পর্যন্ত।