shono
Advertisement

কয়লা খনির নিলামে ফের ‘আত্মনির্ভর’হওয়ার বার্তা প্রধানমন্ত্রী মোদির

বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে আনার বার্তা দেন নমো। The post কয়লা খনির নিলামে ফের ‘আত্মনির্ভর’ হওয়ার বার্তা প্রধানমন্ত্রী মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 11:46 AM Jun 18, 2020Updated: 12:25 PM Jun 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে ফের ‘আত্মনির্ভর’ হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার বাণিজ্যিক স্তরে ৪১টি কয়লা খনির নিলাম প্রক্রিয়া উদ্বোধন করেন নমো। সেখানেই বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে আনার বার্তা দেন তিনি।

Advertisement

কয়লা খনিগুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া নিয়ে এমনিতেই বিতর্ক রয়েছে। করোনা আবহে কয়েকদিন আগেই অর্থনীতিকে চাঙ্গা করতে খনিগুলির বেসরকারিকরণের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই পথে এগিয়েই এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪১টি কয়লা খনির নিলাম প্রক্রিয়া উদ্বোধন করেন নমো। তবে এর আগে কয়লা নিয়ে পূর্বতন সরকারগুলির দুর্নীতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, দেশে কয়লা নিয়ে কতগুলি কেলঙ্কারির মামলা চলছে। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, খনিজ পদার্থ থাকা অঞ্চলগুলির সেই অর্থে উন্নয়ন হয়নি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “কমার্শিয়াল কোল মাইনিং সবার জন্য উইন-উইন কন্ডিশন। এর ফলে অনেকেই কাজ পাবেন। গরিবদের উপর সদর্থক প্রভাব পড়বে। কয়লা খনিগুলির বাণিজ্যিকরণের সময় পরিবেশের কথাও মাথায় রাখা হয়েছে। দূষণ কমাতে নয়া প্রযুক্তি ব্যবহারের কথা ভাবা হচ্ছে।”

এদিন, করোনা মহামারী নিয়েও মুখ খুলেন প্রধানমন্ত্রী। তিনি সাফ বলেন, “করোনা সঙ্কটকে একটি সুযোগে পরিণত করবে ভারত। এই মহামারী ভারতকে স্বনির্ভর হওয়া শিখিয়েছে। বিদেশি পণ্যের আমদানি কমিয়ে এবার আমরা দেশিয় পণ্যের ব্যবহারে জোর দেব।” সব মিলিয়ে এদিন ফের দেশকে ‘আত্মনির্ভর’ হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: করোনা LIVE UPDATE: কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন অমিত শাহ]

The post কয়লা খনির নিলামে ফের ‘আত্মনির্ভর’ হওয়ার বার্তা প্রধানমন্ত্রী মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement