shono
Advertisement

PM CARES-এ জমা ১১ হাজার কোটি টাকা, খরচ মাত্র ৪ হাজার কোটি! ফের তোপের মুখে কেন্দ্র

ভুল হিসাব দিচ্ছে কেন্দ্র, তোপ বিরোধীদের।
Posted: 02:20 PM Feb 08, 2022Updated: 02:32 PM Feb 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের PM CARES তহবিল নিয়ে তোপের মুখে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তৈরি এই করোনা ত্রাণ তহবিলের অডিট রিপোর্ট প্রকাশ্যে না আনায় এতদিন বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছিল সরকারকে। এবার PM CARES তহবিলের অডিট রিপোর্ট প্রকাশ্যে এনেও অস্বস্তিতে পড়তে হল মোদি সরকারকে।

Advertisement

এক আরটিআইয়ের জবাবে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত PM CARES তহবিলে প্রায় ১০ হাজার ৯৯০ কোটি টাকা জমা পড়েছে। এর ৬৪ শতাংশ জমা পড়েছে ২০২০ সালের ২৭ মার্চের পর। এই তহবিল থেকে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৬ কোটি টাকা খরচ করেছে সরকার। এর মধ্যে ১ হাজার ৩৯২ কোটি টাকা খরচ হয়েছে ভ্যাকসিন কিনতে। ভেন্টিলেটর কিনতে খরচ হয়েছে ১ হাজার ৩৯২ কোটি টাকা। এখনও কেন্দ্রের হাতে রয়েছে ৭ হাজার ১৪ কোটি টাকা।

[আরও পড়ুন: কংগ্রেসকে ভারতের দায়িত্ব দিতে চাননি মহাত্মা গান্ধীও, ফের সংসদে সোনিয়াদের আক্রমণ মোদির]

বিরোধীদের বক্তব্য, PM CARES তহবিলের যে হিসাব সরকার দিচ্ছে সেটা স্বচ্ছ নয়। তাছাড়া গোটা দেশ যখন করোনার দাপটে গভীর সংকটে, মানুষের যখন প্রয়োজন ছিল, তখনও PM CARES-এর ৬৪ শতাংশ টাকা কেন খরচ করা হল না? ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এই হিসাবকে মিথ্যা বলে দাবি করেছেন। 

[আরও পড়ুন: ‘আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন’, লখনউয়ে অখিলেশের পাশে বসে যোগীকে আক্রমণ মমতার]

করোনা পরিস্থিতিতে ‘সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন’ তহবিল গঠন করেন প্রধানমন্ত্রী। দেশের বিপর্যয় মোকবিলা তহবিল থাকা সত্ত্বেও এই তহবিল তৈরি হওয়ায় বিতর্ক তৈরি হয়। দেশ-বিদেশের নাগরিক, বিভিন্ন সংস্থার তরফে প্রধানমন্ত্রীর এই তহবিলে টাকা জমাও পড়ে। করোনা (Coronavirus) মোকাবিলায় এই টাকা ব্যয় হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিকে অডিট বা আরটিআইয়ের ঊর্ধ্বে রাখা হয় এই তহবিলকে। সেটা নিয়েই যত প্রশ্ন বিরোধী শিবিরের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement