সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে পালিত হল ৭১তম সাধারণতন্ত্র দিবস। এদিন দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ৭১তম সাধারণতন্ত্র দিবসে সংবিধানের মৌলিকত্ব রক্ষার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এমন বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন : এই প্রথম, সাধারণতন্ত্র দিবসে কেরলের সব মসজিদে উড়ল জাতীয় পতাকা]
কেন্দ্রের বিরুদ্ধে দেশের গণতন্ত্র, সংবিধানের মৌলিকত্ব খর্ব করার লাগাতার অভিযোগ উঠছে। একযোগে এই অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এমন পরিস্থিতি ৭১তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ একাধিক কংগ্রেস নেতা।
[আরও পড়ুন : খতম পুলওয়ামা বিস্ফোরণে জড়িত ৩ জইশ জঙ্গি, সাধারণতন্ত্র দিবসে বানচাল বড়সড় নাশকতার ছক]
তবে এদিন দিনের তাৎপর্যপূর্ণ টুইটটি করেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “সাধারণতন্ত্র দিবসে আমাদের সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়া উচিৎ। সংবিধানের প্রস্তাবনা. বর্ণিত সার্বভৌমত্ব, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার শপথ নেওয়া উচিৎ।”
The post সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, সংবিধান রক্ষার বার্তা মমতার appeared first on Sangbad Pratidin.