সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তার নিরিখে তাঁর ধারেকাছে নেই দেশের অন্য কোনও রাজনীতিবিদ। গোটা বিশ্বেই তিনি প্রতিষ্ঠিত ‘বিশ্বগুরু’ ভাবমূর্তিতে। এবার দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকাতেও এক নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লোকসভা ভোটের ঠিক আগে আগে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ওই তালিকা প্রকাশ করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের বিচারে ‘এক্সপ্রেস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ানে’র (Most Influential Indian) তালিকায় শীর্ষস্থানে নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর পদে থাকার সুবাদে মোদি দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উপরের দিকে থাকা প্রত্যাশিত। তবে সেই সঙ্গে ব্যক্তিগত ক্যারিশমাও তাঁকে শীর্ষস্থান পেতে সাহায্য করেছে। এক্সপ্রেসের প্রকাশ করা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম ১০ জনের অধিকাংশই বিজেপি নেতা। মোদির পর এই তালিকায় দু’নম্বরেই আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরএসএস প্রধান মোহন ভাগবত রয়েছেন তিন নম্বরে।
[আরও পড়ুন: হিংসাদীর্ণ মণিপুরে অপহৃত এসপি! অস্ত্র নামিয়ে প্রতিবাদ কমান্ডোদের]
বিরোধীদের মধ্যে প্রভাবশালীদের তালিকায় প্রথম নাম এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি রয়েছেন ১৫ নম্বরে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) রয়েছেন মমতারও পরে। ১৬ নম্বরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন ১৮ নম্বরে। এস জয়শঙ্কর, রাজনাথ সিং (Rajnath Singh), নির্মলা সীতারমণদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন বিরোধীদের উপরে। এমনকী যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মাদের মতো মুখ্যমন্ত্রীরাও রয়েছেন রাহুলদের উপরে।
[আরও পড়ুন: উদ্ধার করেছিলেন উত্তরকাশীর শ্রমিকদের, গুঁড়িয়ে দেওয়া হল সেই যুবকের বাড়ি]
অরাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে সবার উপরে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রথম দশে রয়েছেন গৌতম আদানি, মুকেশ আম্বানিও (Mukesh Ambani)।
ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রভাবশালী ব্যক্তিদের প্রথম ২০ জনের তালিকা
১। নরেন্দ্র মোদি
২। অমিত শাহ
৩। মোহন ভাগবত
৪। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়
৫। এস জয়শঙ্কর
৬। যোগী আদিত্যনাথ
৭। রাজনাথ সিং
৮। নির্মলা সীতারমণ
৯। জেপি নাড্ডা
১০। গৌতম আদানি
১১। মুকেশ আম্বানি
১২। পীযূষ গোয়েল
১৩। অশ্বিনী বৈষ্ণব
১৪। হিমন্ত বিশ্বশর্মা
১৫। মমতা বন্দ্যোপাধ্যায়
১৬। রাহুল গান্ধী
১৭। অজিত দোভাল
১৮। অরবিন্দ কেজরিওয়াল
১৯। শক্তিকান্ত দাস
২০। হরদীপ সিং পুরী