সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই কর্মসূচি সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন দিশা দেখাবে। উপকৃত হবে এক কোটি পরিবার।
সোমবার সকালে রামমন্দির উদ্বোধন করেন মোদি। নিজের ভাষণে রামরাজ্য প্রসঙ্গে দেশ নির্মাণের কথাও বলেন। প্রযুক্তি ও আধ্যাত্মিকতার মেল বন্ধনের কথা উঠে আসে তাঁর বক্তব্যে। সেই মতোই মন্দির উদ্বোধনের পরেই ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘বিশ্বের সকল ভক্ত সর্বদাই সূর্যবংশী ভগবান শ্রীরামের আলো থেকে শক্তি পান। আজ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার শুভ দিবসে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতের জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব (সৌরবিদ্যুতের প্যানেল) থাকা উচিত।’’
[আরও পড়ুন: রামমন্দিরের সম্প্রচার নিয়ে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, ‘রাম’পন্থীদের সঙ্গে বাম ছাত্রদের হাতাহাতি]
সোশাল মিডিয়ায় মোদি নিজেই জানান, সৌরশক্তির নয়া প্রকল্পে ১ কোটি বাড়িতে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। সেই কাজ হবে ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ প্রকল্পের মাধ্যমে। এই সংক্রান্ত বেশ কিছু ছবিও সোমবার পোস্ট করেন প্রধানমন্ত্রী।