সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক থেকে বিতর্কিতভাবে ভিনেশ ফোগাটের বাদ পড়া নিয়ে সংসদে বিবৃতি দিলেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি জানালেন, ভিনেশের ছিটকে যাওয়া নিয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক কুস্তি সংস্থায় আবেদন জানিয়েছে। আইনি পথে যেভাবে সম্ভব তাঁকে সাহায্য করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রের দাবি, অলিম্পিকের আগে তারকা কুস্তিগিরকে সবরকম সাহায্য করেছে সরকার।
অলিম্পিক থেকে ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) আচমকা বাদ পড়া নিয়ে এদিন সকালেই উত্তাল হয় সংসদ। ভিনেশের বাদ পড়ার নেপথ্যে গভীর ‘ষড়যন্ত্র’ দেখছে বিরোধী শিবির। বিরোধীরা মনে করছে, মাত্র একদিন আগে যাকে লড়তে দেওয়া হল ২৪ ঘণ্টার মধ্যে তাঁর এভাবে বাদ পড়া কোনও সাধারণ ঘটনা হতে পারে না। এর নেপথ্যে সর্বোচ্চ স্তরের ষড়যন্ত্র থাকতে পারে। তবে দুপুরে ক্রীড়ামন্ত্রী যে বিবৃতি দিলেন তাতে ষড়যন্ত্র বা গাফিলতির কোনও উল্লেখ নেই।
[আরও পড়ুন: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে সরলেন ‘বিতর্কিত’ রেখা শর্মা]
ক্রীড়ামন্ত্রী এদিন বিবৃতিতে জানান, "ভিনেশকে ডিসকোয়ালিফাই করা হয়েছে ১০০ গ্রাম বেশি ওজনের জন্য। নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকালে কুস্তিগিরদের ওজন মাপা হয়। বুধবার সকালে ভিনেশের ওজন হয় ৫০ কেজি ১০০ গ্রাম। ইতিমধ্যেই আইওএ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আইওএর প্রধান পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে যা যা পদক্ষেপ করা যায়, করার জন্য অনুরোধ করেছেন।" গোটা বিবৃতিতে ষড়যন্ত্র বা অন্তর্ঘাতের কোনও তত্ত্ব ক্রীড়ামন্ত্রী দেননি। উলটে সরকার অলিম্পিকের আগে ভিনেশকে কী কী সাহায্য করেছে, সেটার হিসাব দিয়েছেন। মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, "অলিম্পিকের আগে ভিনেশকে সবরকম সাহায্য করা হয়েছিল। তাঁকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছিল। এমনকী তাঁর জন্য ব্যক্তিগত প্রশিক্ষকেরও ব্যবস্থা করা হয়েছিল।"
[আরও পড়ুন: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শংকর, ডোভালের সঙ্গে বৈঠক অমিত শাহর, বড় পদক্ষেপের প্রস্তুতি?]
এদিকে ভারতের অলিম্পিক দলের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ভারতের কুস্তি সংস্থা আন্তর্জাতিক কুস্তি সংস্থায় আবেদন জানিয়েছে। ভারতের অলিম্পিক সংস্থা এই সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করছে। এই মুহূর্তে ভিনেশ মানসিকভাবে ভেঙে পড়েছেন। সবরকমভাবে তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।