shono
Advertisement

Breaking News

‘৭০ বছরে যা হয়নি,৭০দিনেই করেছি’, ৩৭০ ধারা নিয়ে স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

‘কর্মক্ষেত্র বিকাশ, মহাকাশ গবেষণায় বিশ্বের নজর কেড়েছে ভারত’, বললেন প্রধানমন্ত্রী৷ The post ‘৭০ বছরে যা হয়নি,৭০দিনেই করেছি’, ৩৭০ ধারা নিয়ে স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:00 AM Aug 15, 2019Updated: 01:13 PM Aug 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যন্ত গুরুত্বপূ্র্ণ পরিস্থিতিতে পালিত হচ্ছে দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস৷ লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার মোদি সরকারের বিপুল জয়, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার মতো বিশেষ সময়ে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে ঠিক কী বার্তা দেন, সেদিকে সকলেরই নজর ছিল৷

Advertisement

[আরও পড়ুন: জলপথে ঢুকতে পারে ‘সমুন্দরি জেহাদি’রা, হাই অ্যালার্ট দেশজুড়ে

প্রত্যাশামতোই ৩৭০ ধারা বাতিলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি আরেক দফা বিঁধলেন বিরোধীদের৷ প্রশ্ন তুললেন, ‘বিরোধিতা যারা করছেন, তাঁরাই বলুন তো ধারাটি এত গুরুত্বপূ্র্ণ হলে, কেন তা স্থায়ী ধারা হিসেবে সংবিধানে অন্তর্ভূক্ত করা হয়নি?’ সেইসঙ্গে এও বললেন, ‘জম্মু-কাশ্মীরে এতদিন লাগু থাকা ৩৭০ ধারার জেরে প্রচুর দুর্নীতি হতো, স্বজনপোষণ হতো৷ লাদাখের সাধারণ মানুষ, দলিত, আদিবাসীরা কোনও সুবিধা পেতেন না৷ এটা আমরা কীভাবে মেনে নিই? তাই এই বদল জরুরি ছিল৷’

গত ৫ বছরে দেশের উন্নতিতে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘৭২ বছর ধরে দেশের উন্নতিতে যতটা কাজ হওয়ার কথা ছিল, ততটা হয়নি৷ কিন্তু এবার আর পিছনে ফিরে তাকানো হয়৷ সামনের দিকে এগোতে হবে৷ দেশবাসীর মনোভাব বদলে গেছে৷ হতাশার কোনও জায়গা আর নেই৷ তা আশা-আকাঙ্ক্ষা, কর্মোদ্যোগে পরিণত হয়েছে৷’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতা মানে আমার কাছে, দেশের সমস্ত মানুষ যেন নিজেদের মতো করে বাঁচার রাস্তা খুঁজে পায়৷ কোথাও কোনও সমস্যা যেন না থাকে, সেদিকে এগিয়ে যেতে হবে৷ আমরা কি পারি না দেশবাসীর জীবনে রাষ্ট্রের প্রভাব একটু কমিয়ে ফেলতে? সবাইকে নিজেদের মতো করে বাঁচার অধিকার দেওয়া দরকার৷ আমাদের সরকার আইনের অনেক ধারা বিলুপ্ত করে সেই সুযোগ বাড়াচ্ছি৷ প্রত্যেকের ছোট ছোট স্বপ্ন পূরণ করব৷ সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করব৷’

মহাকাশ গবেষণায় ভারতের সাম্প্রতিক সাফল্যে গোটা বিশ্বের কাছে নজির বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ২১ শতক৷ এখন মানুষের চাহিদা বদলেছে৷ আজকাল সকলে এসব নিয়ে সতর্ক, জানতে চান, নিজেদের দেশকে অনেক বড় জায়গায় দেখতে চান৷ আর তাঁদের সেই ইচ্ছাপূরণেই সরকার বিজ্ঞান গবেষণায় বাড়তি নজর দিয়েছে৷’ আর্থিক বৃদ্ধির হারে দেশ এগিয়েছে, এই দাবি করে তিনি বলেন, কর্মক্ষেত্র বেড়েছে৷ বেকারদের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে৷ ‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস’ – মোদি সরকারের এই মন্ত্র আজ বাস্তব৷ আর এরই সঙ্গে দেশবাসীকে নিরাপত্তা প্রদানের দায়িত্বও পালন করছে সরকার৷ প্রধানমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসবাদ দমনে ভারত খুবই গুরুত্বপূর্ণ পালন করছে, যা বিশ্বের কাছে নিদর্শন৷ তাঁর কথায়, ‘শান্তির সঙ্গে কোনও আপোষ নয়৷ তাই পাকিস্তান হোক বা শ্রীলঙ্কা বা আফগানিস্তান, যেখানেই সন্ত্রাসবাদ থাবা বসায়, আমরা দেশের সীমান্ত পেরিয়ে তাদের পাশে থেকেই লড়াই করি সন্ত্রাসবাদের বিরুদ্ধে৷ কারণ, ভারতীয় উপমহাদেশে শান্তি স্থাপনই উদ্দেশ্য৷’

[আরও পড়ুন: ‘কোনও শর্ত নেই, কবে আসব বলুন’, কাশ্মীরের রাজ্যপালকে তীব্র কটাক্ষ রাহুলের]

এদিন সকালে লালকেল্লা থেকে ষষ্ঠবারের জন্য দেশের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, কেন্দ্রীয় মন্ত্রীবর্গ এবং সেনাবাহিনীর শীর্ষ আধিকারিক এবং বিদেশি অতিথিরা৷    

The post ‘৭০ বছরে যা হয়নি,৭০দিনেই করেছি’, ৩৭০ ধারা নিয়ে স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement