সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের ইস্তেহারে রয়েছে 'টুকরে টুকরে' মনোভাব, দেশ ভাঙার মন্ত্রণা। গতকালই তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে মন্তব্য করায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) আক্রমণ করলেন মোদি। তিনি বলেন, রাজস্থানে খাড়গে যে মন্তব্য করেছেন তা আসলে দেশ ভাঙার মানসিকতা। মরুরাজ্যে ভোটপ্রচারে ঠিক কী বলেছিলেন খাড়গে?
কংগ্রেসের সভায় খাড়গে বলেন, রাজস্থানে এসেও মোদি কাশ্মীর ধুয়ো তুলছেন। ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা বাতিলের কথা বলে ভোট চাইছেন, যদিও ওই ইস্যুর সঙ্গে রাজস্থানবাসীর বিন্দুমাত্র সম্পর্ক নেই। ৩৭০ বলতে গিয়ে ৩৭১ বলে ফেলেন খাড়গে। খাড়গের এই মন্তব্যই পছন্দ হয়নি মোদির। রবিবার বিহারের নওদায় প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য, 'লজ্জাজনক' মন্তব্য করেছেন খাড়গে। তিনি বলেন, 'মোদি কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের গ্যারান্টি দিয়েছিল। ফল কী হয়েছে? আমরা করে দেখিয়েছিছি। ওরা (ইন্ডিয়া জোট) বাবাসাহেব আম্বেদকরের সংবিধান রক্ষার কথা বলে, কিন্তু তারা জম্মু ও কাশ্মীরে তা বাস্তবায়ন করেনি।'
[আরও পড়ুন: ভোট প্রচারে মঞ্চ কাঁপিয়ে নাচ! অচেনা মুডে ধরা দিলেন অসমের মুখ্যমন্ত্রী]
কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, 'ওরা কথায় কথায় সংবিধান নিয়ে গান গায়। অথচ এই মোদিই এত বছর পর বাবাসাহেব আম্বেদকরের সংবিধান জম্মু-কাশ্মীরে লাগু করেছে।' প্রধানমন্ত্রী আর বলেন, 'আমি ওই বক্তব্য (খাড়গের বক্তব্য) শুনে লজ্জিত বোধ করছি। কংগ্রেসের আমার কথা শোনা উচিত। রাজস্থান ও বিহারের যুবকরা জম্মু ও কাশ্মীরকে রক্ষা করতে তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আর আপনি বলছেন কাশ্মীর সে কেয়া লেনাদেনা। এটাই টুকরা টুকরা গ্যাংয়ের মানসিকতা।' মোদির এমন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস।