shono
Advertisement

এবার দলের নেতাদের অ্যাকাউন্টেই নজর মোদির

তাঁর অভিযান থেকে রেহাই পাচ্ছেন না তাঁর ঘরের লোকেরাও৷
Posted: 07:59 PM Nov 29, 2016Updated: 03:55 PM Nov 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন দুর্নীতি রুখবেন৷ দেশে কালো টাকার রমরমা বন্ধ করবেন৷ আর তা করতে গিয়ে নোট বাতিলের মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন৷ তবে সেখানেই শেষ নয়৷ তাঁর অভিযান থেকে রেহাই পাচ্ছেন না তাঁর ঘরের লোকেরাও৷ এবার খোদ বিজেপি নেতাদের অ্যাকাউন্টের তথ্য সামনে আনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী৷

Advertisement

নোট নাকচের সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই বারবার শাসকদলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল৷ একদিকে কেউ কেউ বলছিলেন এ সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৷ উত্তরপ্রদেশ নির্বাচনকে পাখির চোখ করেই এ সিদ্ধান্ত নেওয়া৷ অন্যদিকে, কেউ বলছিলেন বিজেপি নেতারা আগে থেকেই এ খবর জানতেন৷ উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অ্যাকাউন্টে লেনদেন নিয়েও সরব হয়েছিলেন বিরোধীরা৷ গোদের উপর বিষফোঁড়া ছিল কোনও কোনও বিজেপি নেতার খরচের বাহার৷ কেউ মেয়ের বিয়েতে করেছেন রাজকীয় আয়োজন৷ কেউবা ছেলের জন্মদিনে কিনে দিয়েছেন মার্সিডিজ৷ এসব নিয়েই শাসকদলকে বিঁধছিলেন বিরোধীরা৷ তবে একচালেই সে সবে ইতি টেনে দিলেন মোদি৷ তাঁর দলের নেতা-মন্ত্রীদের অ্যাকাউন্টের তথ্য সামনে আনার নির্দেশ দিলেন৷ অর্থাৎ ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকে অ্যাকাউন্টে যে লেনদেন হয়েছে তা প্রকাশ্যে আনতে হবে৷ ফলে বিজেপির কোনও নেতা-মন্ত্রীও যদি কালো টাকার কারবারে জড়িয়ে থাকেন তাও সামনে আসবে৷ অর্থাৎ দেশ শুদ্ধিকরণে নিজের দলকেও যে রেয়াত করবেন না, তা স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী৷

কালো টাকা সাদা করে গরিবের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করে এমনিই মোদি যেন রবিনহুড৷ এবার বিরোধীদের সব সমালোচনাও তিনি থামিয়ে দিলেন৷ নিজের দল হোক বা অন্য কেউ, দেশে দুর্নীতিদমনের প্রশ্নে যে কোনও আপস করা হবে না, সে বার্তা পরিষ্কার করে দিলেন প্রধানমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement