shono
Advertisement
PM Modi

বিধানসভা ভোটের আগে জোটে জট! দুই রাজ্যে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে খোদ মোদি

আসন সমঝোতা নিয়ে মতান্তর শরিকদের মধ্যে।
Published By: Anwesha AdhikaryPosted: 04:37 PM Jul 25, 2024Updated: 04:37 PM Jul 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তবে ভোটের আগে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি। এহেন পরিস্থিতিতে দুই রাজ্যের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। কেবল মোদি নন, শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেই। উল্লেখ্য, চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে।

Advertisement

ভোটমুখী রাজ্যগুলোতে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে এনডিএর অন্দরে। লোকসভা নির্বাচনের পর থেকেই শরিকদের উপর আগের থেকে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি। কারণ নিজেদের সরকার থাকা রাজ্যগুলোতেও পদ্মশিবির ধাক্কা খেয়েছে। অনেক আসনও তাদের হাতছাড়া হয়েছে। এহেন পরিস্থিতিতে হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

[আরও পড়ুন: ট্রাম্পের উপরে হামলায় শঙ্কিত কেন্দ্র, সব রাজ্যকে VVIP-দের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

জানা গিয়েছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) সমস্ত এনডিএ সাংসদের সঙ্গে দেখা করেছেন মোদি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁদের মধ্যে। সূত্রের খবর, মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নীতিন গডকরি, পীযূষ গোয়েলরা ছিলেন এই বৈঠকে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয় সেখানে। উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে মাত্র ৯টি আসন পেয়েছে বিজেপি। গতবার এই সংখ্যাটা ছিল ২৩।

লোকসভা নির্বাচনে এনডিএর সাফল্য ফিকে হতেই শরিকদের মধ্যে মতান্তর বেড়ে গিয়েছে। বিধানসভার ৯০টি আসনে লড়তে চান বলে ইতিমধ্যেই জোরাল দাবি জানিয়ে রেখেছেন অজিত পওয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকও করেছেন তিনি। অন্যদিকে ১০০টি আসনের দাবিতে অনড় একনাথ শিণ্ডে। বিজেপি নিজেও ১৭০টি আসনে লড়তে চায়। জোটের জট কাটাতেই কি শরিকদের সঙ্গে বৈঠকে বসতে হল মোদিকে? থাকছে প্রশ্ন।

[আরও পড়ুন: বৃষ্টি বিপর্যস্ত পুণেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩, দুর্যোগে জলের তলায় মু্ম্বই, কোলাপুরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভোটমুখী রাজ্যগুলোতে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে এনডিএর অন্দরে।
  • মোদি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে নীতিন গডকরি, পীযূষ গোয়েলরা ছিলেন এই বৈঠকে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয় সেখানে।
  • বিধানসভার ৯০টি আসনে লড়তে চান বলে ইতিমধ্যেই জোরাল দাবি জানিয়ে রেখেছেন অজিত পওয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকও করেছেন তিনি।
Advertisement