shono
Advertisement

‘সেনার সঙ্গে অন্যায় করেছে ওঁরা’, সোনিয়ার গড়ে কংগ্রেসকে আক্রমণ মোদির

রায়বড়েলির সভায় কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী৷ The post ‘সেনার সঙ্গে অন্যায় করেছে ওঁরা’, সোনিয়ার গড়ে কংগ্রেসকে আক্রমণ মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM Dec 16, 2018Updated: 02:33 PM Dec 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনিয়া গান্ধীর গড় রায়বেরেলির মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, সেনার সঙ্গে কংগ্রেস ও তাদের ইউপিএ সরকার যে অন্যায় করেছে, তা কোনও দিন ক্ষমা করবে না দেশ৷ মোদির অভিযোগ, কথা দিয়েও কর্নাটকে কৃষকদের কৃষি ঋণ মকুব করেনি  ক্ষমতাসীন কংগ্রেস ও জেডিএসের জোট সরকার৷

Advertisement

[মেলার মাঝেই চুম্বনে মত্ত একাধিক যুগল! প্রশাসনের নির্দেশে বাতিল প্রতিযোগিতা]

প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর দীর্ঘদিনের লোকসভা কেন্দ্র হল রায়বেরেলি৷ রবিবার সেখানেই ১১০০ কোটি টাকার প্রকল্পের শুভসূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এরপরই কংগ্রেসের সমালোচনায় মুখর হন তিনি৷ রাফালে চুক্তি নিয়ে একদিন কেন্দ্রের বিজেপি সরকারের একপেশে সমালোচনা করতে দেখা গিয়েছে বিরোধী কংগ্রেসকে৷ কিন্তু শনিবারের রায়ে রাফালে সংক্রান্ত সমস্ত মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ যার ফলে স্বস্তি পেয়েছে সরকার৷ এমত পরিস্থিতিতে, রবিবার বক্তৃতার প্রথম থেকে সেনাকেই কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করেন প্রধানমন্ত্রী৷ এদিন তিনি বলেন, “বর্তমানে দেশে দু’ধরনের শক্তি কাজ করছে৷ একপক্ষ অর্থাৎ কেন্দ্রীয় সরকার, দেশের সেনাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে এবং অপরপক্ষ সেই সেনাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করছে৷ দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন, আমরা সব সময় তাঁদের পরিবারের ভাল করার চেষ্টা করি৷ কিন্তু আগের সরকার সেনার সঙ্গে যে অন্যায় করেছে, তার জন্য দেশের মানুষ কোনও দিনও তাঁদের ক্ষমা করবে না৷ শত্রুপক্ষের দাবিকে মান্যতা দিয়ে যাঁরা সেনার সার্জিক্যাল স্ট্রাইকের উপর প্রশ্ন তুলতে পারে, তাঁদের থেকে এর থেকে বেশি কিছু অবশ্য আশা করা যায়ও না৷”

[মহিলাদের পোশাক পরিবর্তনের সময় উঁকি দেন জওয়ানরা! বিস্ফোরক সেনাপ্রধান]

যে কৃষকদের ঋণ মকুব করা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দিনের পর দিন আক্রমণ করে চলেছে রাহুল গান্ধীর দল৷ সেই কৃষকদের সঙ্গেই বঞ্চনা করছে কংগ্রেস৷ এদিন এমনও অভিযোগ করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে৷ তিনি জানান, কর্নাটকে ক্ষমতায় আসার আগে কংগ্রেস বলেছিল কৃষি ঋণ মকুব করা হবে৷ কিন্তু জোট করে সরকার গড়ার ছ’মাস পরেও সেই সুফল পায়নি এক হাজার কৃষক৷ গত লোকসভা নির্বাচনে এই রায়বেরেলি কেন্দ্রে যথেষ্ট ভাল ফল করেছিল গেরুয়া শিবির৷ সেখানকার পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দু’টিতে ভোটের নিরিখে এগিয়ে ছিল বিজেপি৷ রাজনৈতিক মহলের মতে, এদিন প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকেই স্পষ্ট যে, তাঁর রবিবারের রায়বেরেলি সফর যতটা না সরকারি উদ্দেশ্যে, বরং তার থেকে অনেক বেশি রাজনৈতিক উদ্দেশ্যে৷

The post ‘সেনার সঙ্গে অন্যায় করেছে ওঁরা’, সোনিয়ার গড়ে কংগ্রেসকে আক্রমণ মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement