সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিসন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। চব্বিশের লোকসভা নির্বাচনে জয়লাভ করার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতারা। সকলকে ধন্যবাদ দিয়েছেন নমোও। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তাঁর 'তুলসী ভাই'কেও। কিন্তু কে তিনি? তিনি আর কেউই নন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।
৪ জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। নরেন্দ্র মোদি জয়লাভ করার পর অন্যান্য় রাষ্ট্রনেতাদের মতো তাঁকে অভিনন্দন জানিয়েছেন ঘেব্রিয়েসুসও। শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছিলেন, 'নির্বাচনে জয়লাভ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। #হেলথ ফর অল কর্মসূচিতে আগামিদিনে ভারত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা আরও মজবুত হবে।' বৃহস্পতিবার ঘেব্রিয়েসুসকে ধন্যবাদ জানিয়ে নমো লেখেন, 'ধন্যবাদ বন্ধু। এক দেশ, এক স্বাস্থ্য। আমাদের এই লক্ষ্যকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে তুলে ধরেছে তার জন্য আমরা আপ্লুত। ভবিষ্যতে আমাদের সহযোগিতা মজবুত হবে।'
প্রধানমন্ত্রী মোদির পোস্ট দেখে সকলের মনে প্রশ্ন জাগে। WHO প্রধানকে কেন 'তুলসী ভাই' বলে সম্বোধন করলেন নমো? আসলে এই নামের সূত্রপাত ২০২২ সাল থেকে। সেই বছর ভারতে এসেছিলেন ঘেব্রিয়েসুস। গুজরাটে যোগ দিয়েছিলেন 'গ্লোবাল আয়ুষ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন' সামিটে। সেসময় ঘেব্রিয়েসুস অনুষ্ঠানে ফাঁকে বেশ আড্ডা জমিয়েছিলেন মোদির সঙ্গে। সেখানেই তাঁকে একটি গুজরাটি নাম দেওয়ার আবদার জানিয়েছিলেন WHO প্রধান। সেই আবদার রেখেছিলেন মোদি। ভালোবেসে বন্ধুকে নাম দিয়েছিলেন তুলসী ভাই।
[আরও পড়ুন: কঙ্গনাকে চড়, অভিযুক্ত CISF কনস্টেবলকে সম্বর্ধনা দেবেন আন্দোলনকারী কৃষকরা]
চারশো পারের লক্ষ্যপূরণ হয়নি। মেলেনি একক সংখ্যাগরিষ্ঠতাও। তবু জোটসঙ্গীদের সঙ্গে মিলে ফের সরকার গড়তে চলেছে বিজেপিই। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরশিতে বসবেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে গেরুয়া ঝড় না উঠলেও এই অনুষ্ঠানের জৌলুসে কোনও খামতি রাখা হচ্ছে না। নমোর অভিষেকে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাষ্ট্রনেতাদের। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ ও মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর।