shono
Advertisement

গান্ধীজির স্বপ্ন পূরণ করেই তাঁকে শ্রদ্ধা জানাবেন মোদি

রাজঘাটে গান্ধীজির সমাধিস্থল সংস্কার হওয়ার পর আজই প্রথমবার সর্ব সমক্ষে আনা হবে৷ The post গান্ধীজির স্বপ্ন পূরণ করেই তাঁকে শ্রদ্ধা জানাবেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Jan 30, 2017Updated: 04:02 AM Jan 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু রোগ নিরাময় নয়, সেরে ওঠা কুষ্ঠ রোগীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়াটাই তাঁর সরকারের লক্ষ্য৷ এটাই জাতির জনক মহাত্মা গান্ধীর স্বপ্ন ছিল৷ সেই স্বপ্নকে পূরণ করতে সবরকম পদক্ষেপ নেওয়া হবে৷ মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

জাতির জনকের তিরোধান দিবসে প্রতি বছরই কুষ্ঠ রোগ বিরোধী দিবস হিসেবে পালিত হয়৷ রবিবার এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মোদি জাতীয় কুষ্ঠ নির্মূল কর্মসূচীর কথা তুলে ধরেন৷ তিনি বলেন, ১৯৫৫ সালে এই কর্মসূচীর যে লক্ষ্যমাত্রা স্থির করা গ্রহণ করা হয়েছিল৷ ২০০৫ সালেই জাতীয় স্তরে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে৷ ছিঁটেফোঁটা যা রয়ে গিয়েছে তাও অদূর ভবিষ্যতে লুপ্ত হয়ে যাবে৷

পূর্ণ মর্যাদায় পালিত হল সাধারণতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান

২০১৬ সালে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কুষ্ঠ রোগের বিরুদ্ধে ত্রিমুখী কৌশল নিয়েছে কেন্দ্র সরকার৷ যাতে আগে থেকেই কোনও গোষ্ঠীর মধ্যে এই রোগের প্রবণতাকে চিহ্নিত করা যায়৷ বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে৷ এদিন গান্ধীজির তিরোধান দিবসে বক্তব্য রাখতে গিয়ে সেই কথাও জানান প্রধানমন্ত্রী৷

রাজঘাটে গান্ধীজির সমাধিস্থল সংস্কার হওয়ার পর এদিনই প্রথমবার সর্ব সমক্ষে আনা হবে৷ নতুন রূপে সমাধিস্থলকে প্রকাশ্যে আনবেন কেন্দ্রীয় মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু৷ গত ১৫ বছর ধরে এই সংস্কারের কাজ চলছিল বলে জানা গিয়েছে৷ প্রধানমন্ত্রীর পাশাপাশি, রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি সহ অন্যান্য নেতা মন্ত্রীরাও সোমবার শ্রদ্ধা জ্ঞাপন করবেন জাতির জনককে৷

হত্যা করা হবে রাজীব গান্ধীকে, আগেই আশঙ্কা করেছিল CIA

The post গান্ধীজির স্বপ্ন পূরণ করেই তাঁকে শ্রদ্ধা জানাবেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement