সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল সাড়ে নটা। ঘণ্টা দেড়েক হল শুরু হয়েছে গণনা। কে এগিয়ে কে পিছিয়ে সেদিকে চোখ সকলের। আচমকাই গোটা দেশ চমকে উঠে দেখল বারাণসীর বিজেপি প্রার্থী পিছিয়ে পড়েছেন ৬ হাজারেরও বেশি ভোটে। চমকে ওঠা স্বাভাবিক। কেননা প্রার্থীর নাম যে নরেন্দ্র দামোদরদাস মোদি! গণনার রাউন্ড এগোতে অবশ্য সামলে নেন তিনি। শেষপর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রাইকে দেড় লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দিলেন মোদি। কিন্তু তবু... গোটা দেশে এনডিএর আশানুরূপ ফল না করার প্রতীকী ছবি যেন তাঁর জয়েও। কেননা গতবার তিনি এই কেন্দ্রেই প্রায় ৪ লক্ষ ৮০ হাজার ভোটে জিতেছিলেন। সেই তুলনায় এবার ব্যবধান কমল প্রায় দুই-তৃতীয়াংশ। যা 'মোদি ম্যাজিক'-এর সঙ্গে একেবারেই বেমানান।
২০১৪ সালে মোদি এখানে জিতেছিলেন ৩ লক্ষ ৭১ হাজার ৭৮৪ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়ালকে হারানোর পথে পেয়েছিলেন ৫৬ শতাংশেরও বেশি ভোট। পরের বার, ২০১৯-এ সেই ব্যবধান বাড়ে অনেকটাই। সেবার নিকটতম প্রতিদ্বন্দ্বী শালিনী যাদবকে ৪ লক্ষ ৭৯ হাজার ৫০৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন মোদি। ভোট পেয়েছিলেন ৬৩.৬২ শতাংশ।
[আরও পড়ুন: রামমন্দির বা পিওকে দখলের ‘গ্যারান্টি’, তবু কেন অস্তমিত মোদি-সূর্য?]
সেই তুলনায় এবার (Lok Sabha Election 2024) মোদির (PM Modi) জয় 'মাত্র' ১.৫২ লক্ষ ভোটে। মনে রাখতে হবে, অজয় রাই নিয়ে এই নিয়ে এই শহরে তৃতীয় বার নির্বাচনে লড়লেন। কিন্তু প্রতিবারই তিনি হেরেছেন। সুতরাং প্রার্থী হিসেবে যে তিনি খুব দরের নয়, তা বলাই যায়। কিন্তু এহেন প্রার্থীই কিনা একসময় মোদির থেকে এগিয়ে রইলেন ৬ হাজার ২২৩ ভোটে! পরে যতই তিনি পিছিয়ে পড়ুন মোদির এবারের পারফরম্যান্স যে গত দুবারের তুলনায় অনেকটাই নিষ্প্রভ, তা অতি বড় মোদি-ভক্তও মেনে নেবেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ তো মোদিকে খোঁচা মেরে বলেছেন, ''উনিই তো বলেন, আমি গরিব মানুষ, ঝোলা কাঁধে তুলে বেরিয়ে যাব। সময় এসে গিয়েছে। আপনার ঝোলা কাঁধে তুলে নিয়ে হিমালয়ের পথে বেরিয়ে পড়ুন।''
২০১৪ ও ২০১৯ সালে যে গেরুয়া ঝড় দেখা গিয়েছিল তা এবার অনেকটাই ফিকে। কার্যতই যেন গায়েব মোদি হাওয়া! একথা ঠিকই, ইন্ডিয়ার সঙ্গে জোর টক্করে গিয়েও যে এনডিএ এগিয়ে থাকতে পারল তার পিছনে ফ্যাক্টর সেই ‘মোদি ম্যাজিক’ই। তবু একথাও মানতে হবে, জোর ধাক্কা খেয়েছে ‘ব্র্যান্ড মোদি’।