সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে বুলেটের জবাব সিন্ধুর জল নিয়ন্ত্রণ করে দিতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার আকাশপথে পাকিস্তানকে শায়েস্তা করতে চাইছে ভারত৷ পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি বিমান যাতায়াত বন্ধ করা এবং এক দেশের বিমান যাতে অন্য দেশের উপর দিয়ে না যেতে পারে, এবার সেই বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করবেন প্রধানমন্ত্রী৷
সরাসরি যুদ্ধের পথে না হেঁটে অন্যভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চাইছে ভারত৷ সেই পরিপ্রেক্ষিতেই সিন্ধুর জল নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হচ্ছিল৷ ১৯৬০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই চুক্তির উপর ভিত্তি করেই পাকিস্তানের চাষাবাদ নির্ভর করে৷ তবে বাঁধ তৈরির বিকল্প ব্যবস্থা না করে জল নিয়ন্ত্রণ করলে বিপাকে পড়তে পারে ভারতও৷ তাই সেই ভাবনা এখনও ফলপ্রসূ হয়নি৷ এবার আকাশপথে রোক লাগিয়ে ফের সেই পথেই হাঁটতে চাইছে দেশ৷
ভারত থেকে পাকিস্তানের সরাসরি কোনও বিমান না থাকলেও পাক আন্তর্জাতিক বিমান সংস্থার (পিআইএ) পাঁচটি বিমান এ দেশে আসে৷ একটি দিল্লি-করাচি এবং দু’টি বিমান পরিষেবা চলে দিল্লি-লাহোর ও মুম্বই-করাচির মধ্যে৷ এর পাশাপাশি পাকিস্তানের উপর দিয়ে ভারতীয় বিমান পাড়ি দেয় ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্য, উত্তর ও পূর্ব ভারতে৷ প্রতিবেশি দেশের বিমান আবার ভারতের আকাশ ব্যবহার করে দক্ষিণ এশিয়া ও বাংলাদেশে পৌঁছয়৷
সূত্রের খবর, দুই দেশের বিমানপথের বিস্তারিত কাগজপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সবকিছু খতিয়ে দেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদিই৷ তবে প্রধানমন্ত্রীর পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ আকাশপথের ম্যাপ পাল্টে গেলে বিমানযাত্রার সময়ও অনেকটা বেড়ে যাবে৷ ফলে খরচের চাপ বাড়বে এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ, ইন্ডিগো-র মতো বিমান সংস্থাগুলির উপর৷ তবে জানা গিয়েছে, উরি হামলার জবাব দিতে পাকিস্তানের আকাশকে বয়কট করতে রাজি কয়েকটি বিমান সংস্থা৷
The post পাকিস্তানকে শিক্ষা দিতে আকাশপথ নিয়ন্ত্রণ করতে চায় ভারত appeared first on Sangbad Pratidin.