সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তার নিরিখে গোটা বিশ্বের তাবড় তাবড় নেতাদের পিছনে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিসংখ্য়ানেই তা স্পষ্ট। আট থেকে আশি- সকলের মন জয় করতে বার বারই তাঁদের সঙ্গে বন্ধুর মতো মিশে যেতে দেখা গিয়েছে মোদিকে। এবার এক কিশোরীকে চিঠি লিখে আরও একবার বোঝাতে চাইলেন, তিনি আমজনতার প্রধানমন্ত্রী।
বিষয়টা কী? আসলে গত ২ নভেম্বর ছত্তিশগড়ের কানকেরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি (PM Modi)। সেখানেই তাঁকে একটি হাতে আঁকা ছবি উপহার দেয় স্থানীয় কিশোরী আকাঙ্ক্ষা। নিজের হাতে প্রধানমন্ত্রীর মুখ এঁকেছিল সে। মোদি সেই ছবি দেখে দারুণ খুশি হন। ছবিটি তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে আকাঙক্ষার কাছে বাড়ির ঠিকানা চেয়ে নিয়েছিলেন। যাতে তিনি তাকে পরে চিঠি লিখতে পারেন।
[আরও পড়ুন: ‘বিরাট’ প্রেম! কোহলির ৮৮ রানের আনন্দে বিরিয়ানির দোকানে ৮৮% ছাড় ভক্তের]
কথা রেখেছেন প্রধানমন্ত্রী। আকাঙ্ক্ষাকে চিঠি লিখেছেন মোদি। চিঠিতে প্রথমেই কিশোরীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ছবিটির প্রশংসাও করেছেন। প্রধানমন্ত্রীর পরামর্শ, এভাবেই যেন আঁকা চালিয়ে যায় আকাঙ্ক্ষা। কারণ চিত্রকলা এমন একটা শক্তিশালী মাধ্যম যা কখনও হয়ে ওঠে প্রতিবাদের ভাষা তো কখনও সে সৃষ্টি হয়ে থাকে চিরকালীন।
আকাঙ্ক্ষার আঁকার তারিফ করে তাঁকে দীপাবলির (Diwali 2023) অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন মোদি। মনে করিয়ে দিয়েছেন, এই কিশোর-কিশোরীরাই দেশের ভবিষ্যৎ। তাই লেখাপড়া শিখে এবং নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব তাঁদের কাঁধে। কিশোরীর প্রতি দেশের প্রধানমন্ত্রীর এহেন আচরণ প্রশংসা কুড়োচ্ছে নেটদুনিয়ার।