shono
Advertisement

দেশকে দিওয়ালির উপহার! গুজরাট সীমান্তে নয়া বায়ুসেনা ঘাঁটি, ভিত্তিপ্রস্তর স্থাপন মোদির

২১ মাসে তৈরি হবে ১ হাজার কোটি টাকার বায়ুসেনা ঘাঁটি।
Posted: 01:16 PM Oct 19, 2022Updated: 02:47 PM Oct 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারও দীপাবলিতে (Diwali) ভারতীয় সেনার (Indian Army) সঙ্গে উৎসবে মাতবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার আগে যাবেন কেদার-বদ্রী (Kedarnath and Badrinath) দর্শনে। এদিকে দিওয়ালির আগে ঠাসা কর্মসূচিতে আজ গুজরাটে (Gujarat) পৌঁছে গিয়েছেন মোদি। বুধবার গান্ধীনগরে ‘ডেফএক্সপো ২০২২’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ‘৫২ উইং এয়ার ফোর্স স্টেশন’ (52 Wing Airforce Station) ‘দিশা’র, যা পাকিস্তান সীমান্তে দেশের বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি হয়ে উঠতে চলেছে।

Advertisement

গুজরাটের সীমান্ত এলাকা বনসকাঁথায় তৈরি হবে দেশের বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি, ‘৫২ উইং এয়ার ফোর্স স্টেশন’ ‘দিশা’। এর জন্য খরচ হবে ১ হাজার কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বায়ুসেনার পাশাপাশি নৌসেনাও এই ঘাঁটি কাজে লাগাবে। ‘দিশা’র কাজ শেষ হবে আগামী ২১ মাসের মধ্যে, এদিন ভারচুয়ালি যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গান্ধীনগরের ১২ তম ডেফএক্সপো চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। এক্সপোর এবারের থিম ‘পাথ টু প্রাইড’ বা গর্বের পথ।

[আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রচুর ‘বেনিয়ম’, ফলাফলের আগেই অভিযোগ থারুরের]

‘ডেফএক্সপো’-তে ‘মিশন ডেফস্পেস’-এরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রে মহাকাশ গবেষণার গুরুত্বের কথা বলেন তিনি। মোদি বলেন, “মহাকাশ প্রযুক্তি বিষয়ক গবেষণায় নতুন প্রজন্মের অবদান প্রয়োজন। এর ফলে তাঁদের ভবিষ্যতও উজ্জ্বল হবে। মোদি ছাড়াও এদিন গান্ধীনগরে ‘ডেফএক্সপো’-তে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেন, “ডেফএক্সপো প্রমাণ করছে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি বাড়ছে ভারতের। এটাই ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্য।” 

[আরও পড়ুন: আস্থা নেই শীর্ষ নেতৃত্বের! হিমাচলে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ ১১ বিধায়ক]

প্রসঙ্গত, ২১ অক্টোবর কেদারনাথে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পুজো দেবেন। এছাড়াও কেদারনাথ প্রকল্পের (Kedarnath Project) কাজ পরিদর্শন করবেন। সেদিনই যাবেন বদ্রীনাথ মন্দির (Badrinath Temple) দর্শনে। বদ্রীনাথ মাস্টার প্ল্যানের (Badrinath Master Plan) কাজ ঘুরে দেখবেন। তবে ২৪ অক্টোবর প্রতিবারের মতো দিওয়ালি উৎসব উপভোগ করবেন ভারতীয় সেনার সঙ্গে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement