shono
Advertisement

Breaking News

PM Modi

'বিজেডি শাসনে নিরাপদ নয় জগন্নাথ মন্দির', পুরীতে ভোটপ্রচারে ‘বন্ধু’ নবীনকে খোঁচা মোদির

জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি হারানো নিয়ে তোপ মোদির।
Published By: Kishore GhoshPosted: 02:35 PM May 20, 2024Updated: 02:55 PM May 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ জুন বিজেডি (BJD) সরকারের ‘এক্সপায়ারি ডেট’। ওড়িশায় ভোটপ্রচারে এই ভাষাতেই ‘বন্ধু’ বিজেডিকে বেনজির আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়া নিয়েও নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন সরকারকে তোপ দাগলেন। মোদির কথায় বিজেডি শাসনে নিরাপদ নয় পুরীর ঐতিহাসিক মন্দির।

Advertisement

সোমবার ওড়িশা সফরে পুরীর মন্দিরে পুজো দেন মোদি। রোড শো করেন। আঙ্গুলের সভা থেকে বলেন, 'বিজেডির শাসনে নিরাপদ নয় পুরীর জগন্নাথ মন্দির। ছয় বছর হয়ে গেল, রত্ন ভাণ্ডারের চাবি পাওয়া যাচ্ছে না।' বারোশো শতকের মন্দিরে পুজো দিয়ে মোদি বলেন, 'মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেছি, যেন সর্বদা তাঁর আশীর্বাদ আমাদের উপর থাকে এবং আমরা যেন নতুন উচ্চতার পথে এগোতে পারি।'

[আরও পড়ুন: তাজমহলের পাশে মসজিদের ভিতর থেকে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, ছড়াল তীব্র চাঞ্চল্য]

২০১৮ সালে ওড়িশা হাইকোর্ট সরকারকে মন্দিরের রত্নভাণ্ডার খোলার নির্দেশ দেয়। যদিও রত্ন ভাণ্ডারের চাবি পাওয়া যায়নি বলে তা সম্ভব হয়নি। এই ঘটনায় রাজ্যবাসী ক্ষুব্ধ হয়। ভোটের মধ্যে সেই ধর্মীয় আবেগকে খুঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ২৬ মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে ওড়িশায়।

 

[আরও পড়ুন: ‘ধর্মনিরপেক্ষতার আড়ালে জাতপাত ও ধর্মের রাজনীতি করছে বিরোধীরা’, অভিযোগ মোদির]

গত ৬ মে ওড়িশায় প্রচারে মোদি বলেছিলেন, ‘ওড়িশায় উর্বর কৃষিজমি, জল, খনিজ পদার্থ, সমুদ্র উপকূল রয়েছে। ইতিহাস, সংস্কৃতি রয়েছে। ঈশ্বর সব দিয়েছে ওড়িশাকে। তারপরেও কেন গরিব ওড়িশার মানুষ? উত্তর হল লুট। প্রথমে কংগ্রেস, পরে বিজেডি নেতারা লুট করেছে এই রাজ্যকে। ছোটখাটো বিজেডি নেতারও বিলাসবহুল বাংলো রয়েছে।’ আরও বলেন,  সাত দশক ধরে কংগ্রেস (Congress) এবং বিজু জনতা দল লুট করেছে ওড়িশাকে (Odisha)। কিন্তু এবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) ‘শেষের সেদিন’ এসে গিয়েছে।

 

ওড়িশার ২১ লোকসভা এবং ১৪৭ বিধানসভায় ভোট হচ্ছে একসঙ্গে। ভোটপ্রচারে রাজ্যের বিজেপি নেতারা শাসক দলকে আক্রমণ করলেও তা রেখে ঢেকেই করছেন। যেহেতু এনডিএতে না থেকেও বিজেপির ‘বন্ধু’ বিজেডি। সিএএ, দিল্লি সার্ভিস বিলের মতো একাধিক বিল পাশের সময় মোদি সরকারের পাশে থেকেছে নবীনের দল। সেই ‘বন্ধু’কে আচমকা তোপ দাগার পিছনে কোন রাজনৈতিক অঙ্ক মোদির? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার ওড়িশা সফরে পুরীর মন্দিরে পুজো দেন মোদি।
  • ২০১৮ সালে ওড়িশা হাইকোর্ট সরকারকে মন্দিরের রত্নভাণ্ডার খোলার নির্দেশ দেয়।
Advertisement