সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের উন্নয়নের পাশাপাশি এবার পরীক্ষার্থীদের সাহায্যেও এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর গত সপ্তাহের ‘মন কি বাত’ এবার আসতে চলেছে ই-বুক ভার্সনে৷ কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের জন্যই৷ প্রধানমন্ত্রী পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের শান্ত এবং সতেজ থাকার বেশ কিছু টিপস দিয়েছেন অনুষ্ঠানে৷ বই হিসাবে থাকলে ছাত্র-ছাত্রীরা যে কোনও সময়ই পেয়ে যেতে পারবে প্রধানমন্ত্রীর সেই টিপস৷ আর সেই বই যাতে ছাত্র-ছাত্রীরা ব্যবহার করতে পারে, সেজন্য বইয়ের লিংক নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করলেন প্রধানমন্ত্রী৷
গত সপ্তাহের ‘মন কি বাত’ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সময় টেনশন ফ্রি থাকার পরামর্শ দিয়েছেন মোদি৷ বলেছিলেন, পরীক্ষাকে সমস্যা না ভেবে পার্বণ ভাবতে৷ ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের কাছে প্রধানমন্ত্রী আর্জি জানিয়েছিলেন, পরীক্ষার সময় ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা খুবই চাপে থাকেন৷ সেই চাপই কাটিয়ে উঠতে হবে৷ জীবনের এই কঠিন সময়কে উদযাপন করতে হবে৷
এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও এক অদ্ভুত টোটকা দিয়েছিলেন ছাত্র-ছাত্রীদের পরীক্ষার হলে চাপ কাটানোর জন্য৷ পরীক্ষার হলে হাসি মুখে থাকতে জানিয়েছিলেন তিনি৷ কঠিন প্রশ্নের সম্মুখীন হতে বলেছিলেন হাসি মুখে৷ প্রধানমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের প্রসঙ্গ টেনে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন৷ রাষ্ট্রপতির এয়ারফোর্সে যোগ দেওয়ার স্বপ্ন সত্যি না হওয়ার প্রসঙ্গকে উদ্ধৃত করে তিনি বলেন, কালাম সাহেব সেই সময় হার মেনে গেলে ভারতবাসী এমন একজন মহান বৈজ্ঞানিককে কখনই পেত না৷
(রাস্তায় পড়ে পুলিশকর্মীর রক্তাক্ত দেহ, ছবি তুলতেই ব্যস্ত পথচারীরা)
The post এবার পরীক্ষার্থীদের সফল হওয়ার রসদ জোগাবে প্রধানমন্ত্রীর ই-বুক appeared first on Sangbad Pratidin.