shono
Advertisement

Breaking News

নতুন বছরে দেশবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেখুন LIVE ভিডিও The post নতুন বছরে দেশবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:08 AM Jan 01, 2017Updated: 08:29 PM Dec 31, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের ৫০ দিন পর আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে একগুচ্ছ জনকল্যাণমূলক ঘোষণা করলেন৷ সমাজের সব স্তরের মানুষদের কথা মাথায় রেখেই আজ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি গর্ভবতী মায়েদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা করে পৌঁছে দেওয়া হবে৷ গ্রাম ও শহরে গৃহঋণে মিলবে ছাড়৷ ছোট ব্যবসায়ীদের জন্য ১ কোটি টাকা ক্রেডিট লিমিট বাড়িয়ে করা হল ২ কোটি টাকা৷ বর্ষশেষের সন্ধ্যায় আর কী কী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, মোদির ভাষণের LIVE আপডেট পড়ুন-

Advertisement

আসুন, এক নতুন দেশ তৈরি করি

 

প্রবীণ নাগরিকদের জন্য ৮% সুদ নিশ্চিত৷ 

 

গর্ভবতী মহিলাদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা পৌঁছে দেবেন মোদি৷

দেশের ৬৫০-রও বেশি জেলাতে গর্ভবতী মহিলাদের জন্য হাসপাতালের খরচ, প্রসবের খরচ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে৷

 

ছোট ব্যবসায়ীদের ২ কোটি টাকা পর্যন্ত ক্রেডিট গ্যারান্টি৷

রবি শস্যের ঋণ ৬০ দিন পর্যন্ত বহন করবে কেন্দ্র৷

 

৩ কোটি কিষাণ কার্ডকে রুপে কার্ডে বদলে দেওয়া হবে৷

গ্রামীণ এলাকায় ৩৩% নতুন বাড়ি তৈরি হবে৷

গ্রামে ঘর সংস্কারে ২ লক্ষ টাকায় ৩% ছাড়৷

১২ লক্ষ টাকা গৃহঋণে ৩% ছাড়৷

৯ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে ৪% ছাড়৷

নতুন বছরে দেশবাসীর জন্য নতুন প্রকল্প৷

মাত্র ২৪ লক্ষ মানুষ জানিয়েছেন, তাঁদের আয় ১০ লক্ষের বেশি৷

ব্যাঙ্ককর্মীরা রাত জেগে পরিস্থিতি সামাল দিয়েছেন৷ তাঁদের ধন্যবাদ৷

সরকারি কর্মীদের কাছে কোনও বাক্স পৌঁছে দিয়ে পালানোর সুযোগ মিলবে না৷

কয়েকটি ব্যাঙ্ক গভীর অপরাধের সঙ্গে যুক্ত ছিল৷

সন্ত্রাস, কালো টাকা, জাল নোটের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা প্রসানের চোখের বালি হয়ে উঠেছিল৷ কেন্দ্রের একটি সিদ্ধান্তে তাদের মাথায় বাজ পড়েছে৷

হিংসার রাস্তা ছেড়ে যুবকরা মূলস্রোতে ফিরে এসেছেন৷

ব্যাঙ্কের মাধ্যমে লেনদেনে করছেন বহু মানুষ৷

 

গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করে দিয়েছে, চালাকি করে পালানোর পথ মিলবে না৷

প্রযুক্তি দুষ্কৃতীদের চিহ্নিত করতে সুবিধা করে দিয়েছে৷

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন দেশবাসী৷

নতুন বছরে গ্রামেও পৌঁছে যাবে ব্যাঙ্কিং ব্যবস্থা৷

এই দেশের মতো নগদ কোনও দেশে নেই৷

আজ লালবাহাদুর শাস্ত্রীর মতো লোকেরা থাকলে দেশবাসীকে ভরপুর আশীর্বাদ করতেন৷

যে কোনও দেশের কাছে এটা সুলক্ষণ, যে আইনের পথে হেঁটে মানুষ প্রশাসনের পাশে দাঁড়ায়৷

 

নগদে ব্যবসা করতে অভ্যস্ত, এমন অনেক মানুষ বিকল্প অর্থনীতির দিকে ঝুঁকতে চেয়েছেন৷

কালো টাকার বিরুদ্ধে লড়াইতে সাধারণ মানুষের যে সহযোগিতা পেয়েছি, তাকে আমি আশীর্বাদ হিসাবে মাথা পেতে নিয়েছি৷

গ্রামের মানুষের, কৃষকদের কষ্ট লাঘব করতে চাই৷

ভারত যা করে দেখিয়েছে, বিশ্বে তার কোনও উদাহরণ নেই৷

দেশবাসী বুঝিয়ে দিয়েছেন, তাঁরাও এই মহাযজ্ঞে আমার পাশে রয়েছেন৷

সরকার ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে৷

এর জন্য সৎ মানুষকে একটু দুর্ভোগ পোহাতে হয়েছে৷

আমার কাছে হাজার হাজার চিঠি এসেছে৷

দেশে কালো টাকা, জাল নোটের রাজত্ব চলছে৷

দেশে কালো টাকার বিরুদ্ধে শুদ্ধিকরণ যজ্ঞ চলছে৷

দেখুন LIVE ভিডিও:

The post নতুন বছরে দেশবাসীর জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement