shono
Advertisement

Breaking News

এবার রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিচ্ছে মোদিকে, সেরার পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী

আজই মোদির হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রসংঘের মহাসচিব। The post এবার রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিচ্ছে মোদিকে, সেরার পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 10:25 AM Oct 03, 2018Updated: 10:25 AM Oct 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, রাষ্ট্রসংঘরের পরিবেশ সংক্রন্ত সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন প্রধানমন্ত্রী।  তাঁর হাতে ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রসংঘের মহা সচিব অ্যান্তোনিও গুতেরেস৷ পরিবেশ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য কাজ করার জন্যই এই পুরস্কার তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে৷ উক্ত বিষয়ে এটিই সর্বোচ্চ সম্মান হিসাবে গণ্য হয়৷

Advertisement

[গির অভয়ারণ্যে ১৮ দিনে মৃত্যু একুশটি সিংহের, উদ্বেগে বনদপ্তর]

মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে এসেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস৷ বছর দুয়েক পর এদেশে আসছেন তিনি৷ এদেশে এসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসার কথা রয়েছে তাঁর৷ এরই মাঝে বুধবার প্রধানমন্ত্রীর হাতে এই সর্বোচ্চ সম্মান তুলে দেবেন তিনি৷ কেবল ভারতের প্রধানমন্ত্রীই নন৷ একই কাজের জন্য এই পুরষ্কার পাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো৷ গত মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভা চলার সময়ই দুই পুরস্কার প্রাপকের নাম এই পুরস্কারের জন্য ঘোষণা করা হয়৷ জানা গিয়েছে, ২০২২-এর মধ্যে সমগ্র দেশে সৌরশক্তির ব্যবহার ব্যাপক ভাবে বাড়ানোর এবং পুরোপুরি ভাবে প্লাস্টিকের ব্যবহার বন্ধে জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লির বিজেপি সরকার৷ কেন্দ্রের এই সিদ্ধান্তই স্বীকৃতি পাচ্ছে রাষ্ট্রসংঘে৷

[কৃষক বিক্ষোভে ধুন্ধুমার রাজধানী, জল কামান-কাঁদানে গ্যাস পুলিশের]

সাংবাদিক সম্মেলনে খোদ একথা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস৷ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি, এই পুরস্কার দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি৷ জানিয়েছেন যে, এই পুরষ্কার কোনও একজনের প্রাপ্য নয়, বরং ভারতবাসীর জন্য৷ দেশের ঐতিহ্যে, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে দেশের মানুষের মেলবন্ধন ঘটানোর জন্য৷ প্রধানমন্ত্রী জানান, এই পুরষ্কারের ভাগীদার দেশের সমাজ ব্যবস্থা, সরকারি-বেসরকারি ক্ষেত্রের সেই সমস্ত মানুষ যারা পরিবেশ রক্ষায় কাজ করেন বা করছেন৷

The post এবার রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিচ্ছে মোদিকে, সেরার পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement