সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, রাষ্ট্রসংঘরের পরিবেশ সংক্রন্ত সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর হাতে ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রসংঘের মহা সচিব অ্যান্তোনিও গুতেরেস৷ পরিবেশ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য কাজ করার জন্যই এই পুরস্কার তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে৷ উক্ত বিষয়ে এটিই সর্বোচ্চ সম্মান হিসাবে গণ্য হয়৷
[গির অভয়ারণ্যে ১৮ দিনে মৃত্যু একুশটি সিংহের, উদ্বেগে বনদপ্তর]
মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে এসেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস৷ বছর দুয়েক পর এদেশে আসছেন তিনি৷ এদেশে এসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বসার কথা রয়েছে তাঁর৷ এরই মাঝে বুধবার প্রধানমন্ত্রীর হাতে এই সর্বোচ্চ সম্মান তুলে দেবেন তিনি৷ কেবল ভারতের প্রধানমন্ত্রীই নন৷ একই কাজের জন্য এই পুরষ্কার পাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো৷ গত মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভা চলার সময়ই দুই পুরস্কার প্রাপকের নাম এই পুরস্কারের জন্য ঘোষণা করা হয়৷ জানা গিয়েছে, ২০২২-এর মধ্যে সমগ্র দেশে সৌরশক্তির ব্যবহার ব্যাপক ভাবে বাড়ানোর এবং পুরোপুরি ভাবে প্লাস্টিকের ব্যবহার বন্ধে জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লির বিজেপি সরকার৷ কেন্দ্রের এই সিদ্ধান্তই স্বীকৃতি পাচ্ছে রাষ্ট্রসংঘে৷
[কৃষক বিক্ষোভে ধুন্ধুমার রাজধানী, জল কামান-কাঁদানে গ্যাস পুলিশের]
সাংবাদিক সম্মেলনে খোদ একথা জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস৷ তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি, এই পুরস্কার দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি৷ জানিয়েছেন যে, এই পুরষ্কার কোনও একজনের প্রাপ্য নয়, বরং ভারতবাসীর জন্য৷ দেশের ঐতিহ্যে, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে দেশের মানুষের মেলবন্ধন ঘটানোর জন্য৷ প্রধানমন্ত্রী জানান, এই পুরষ্কারের ভাগীদার দেশের সমাজ ব্যবস্থা, সরকারি-বেসরকারি ক্ষেত্রের সেই সমস্ত মানুষ যারা পরিবেশ রক্ষায় কাজ করেন বা করছেন৷
The post এবার রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিচ্ছে মোদিকে, সেরার পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on Sangbad Pratidin.