shono
Advertisement

ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! কর্মসূচি শুভেন্দুর গড়ে

প্রধানমন্ত্রীর ঝটিকা সফর ঘিরে জল্পনা।
Posted: 09:04 AM Jan 30, 2021Updated: 09:45 AM Jan 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বার। ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপি সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় এক সরকারি কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। তবে, মোদির এবারের সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি এখনও নেই।

Advertisement

বিজেপি সূত্রের খবর, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত পেট্রোলিয়ামের এক সরকারি কর্মসূচিতে ঝটিকা সফরে রাজ্যে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী। কলকাতা হয়ে সরাসরি তিনি চলে যাবেন শুভেন্দুর গড় হলদিয়ায়। সেখানেই সরকারি ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকেই দিল্লি ফিরে যেতে পারেন প্রধানমন্ত্রী। তবে বিজেপি সূত্রের খবর, রাজ্য নেতৃত্ব চেষ্টা করছে, সম্ভব হলে প্রধানমন্ত্রীর রাজ্য সফর দীর্ঘায়িত করে কোনও রাজনৈতিক কর্মসূচি তাতে অন্তর্ভুক্ত করার। এর আগে গত ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে পা রেখেছিলেন মোদি। সেবারও শুধু সরকারি কর্মসূচিতেই দেখা গিয়েছিল তাঁকে। নেতাজি ভবন, ন্যাশনাল লাইব্রেরি ঘুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন মোদি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যায় এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

[আরও পড়ুন: বিশেষ কারণে বাতিল অমিত শাহর দু’দিনের রাজ্য সফর, স্থগিত সব কর্মসূচিও]

প্রসঙ্গত, গতকাল শুক্রবারই দু’দিনের রাজ্য সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। সরকারি এবং রাজনৈতিক সব মিলিয়ে আজ শনিবার এবং আগামিকাল রবিবার একগুচ্ছ কর্মসূচি ছিল শাহর। কিন্তু শুক্রবার দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ হওয়ায় সেই সফর বাতিল হয়েছে। তাঁর পরিবর্তে হাওড়ার যোগদান মেলায় কেন্দ্রস্তরের বড় কোনও নেতাকে আনার চেষ্টা করছে গেরুয়া শিবির। তাছাড়া আগামী ৫-৬ ফেব্রুয়ারি এমনিও রাজ্যে আসতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তবে অমিত শাহ রাজ্যে না আসতে পারায় বিজেপি কর্মীরা স্বভাবতই হতাশ। প্রধানমন্ত্রীর আগমনের এই সম্ভাবনা তাঁদের ফের চাঙ্গা করবে বলে মনে করছে গেরুয়া শিবির। তাঁরা বলছেন, হোক না সরকারি কর্মসূচি, রাজ্যে তাঁর উপস্থিতিই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার