shono
Advertisement

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে বিষক্রিয়া, বাঁকুড়ায় হাসপাতালে ভর্তি ১২ শিশু

অসুস্থ শিশুদের সকলেরই বয়স ২ থেকে ৩ বছর।
Posted: 02:00 PM Oct 30, 2023Updated: 03:18 PM Oct 30, 2023

টিটুন মল্লিক, বাঁকুড়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে বিষক্রিয়া। তা খেয়ে অসুস্থ হয়ে পড়ল অন্তত ১২ জন শিশু। বাঁকুড়ার (Bankura) ছাতনার ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। অসুস্থ শিশুরা ভর্তি স্থানীয় হাসপাতালে। এই মুহূর্তে তাদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, মিড ডে মিলের (Mid day meal) খাবারে টিকটিকি পড়েছিল। সেখান থেকেই ছড়িয়েছে বিষক্রিয়া। এ বিষয়ে সেন্টারটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বাঁকুড়ার ছাতনা ব্লকের বাঁদরডিহা গ্রামের অঙ্গনওয়ারি কেন্দ্রের (ICDS Centre) খাবারের উপর নির্ভর আশেপাশের এলাকার শিশু, মহিলারা। সোমবার আইসিডিএস সেন্টারে খিচুড়ি রান্না হয়েছিল। তা খেয়েছে শিশুরা। এর পর থেকেই তারা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে। শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকায় ১২ জন শিশুকে ভর্তি করা হয় সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে। এদের সকলের বয়স ২ থেকে ৩ বছর বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: তৃণমূলের পালটা, ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিয়ে এবার সমাবেশ বিজেপির]

সোমবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। পরে দেখা গিয়েছে, রান্না করা খিচুড়িতে একটি টিকটিকি (Lizard) পড়েছিল। সেখান থেকেই বিষক্রিয়া  (Poison) ছড়িয়েছে। এ বিষয়ে আইসিডিএস প্রকল্পের স্থানীয় আধিকারিক নীলাঞ্জন মুখোপাধ্যায় জানান, ”বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখে ব্যবস্থা নেব।” এই ঘটনায় ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির রান্নার পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠে গেল। ২-৩ বছরের শিশুরা খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা।

[আরও পড়ুন: কেরলে ধারাবাহিক বিস্ফোরণে মৃত বেড়ে ৩, মুখ্যমন্ত্রী বিজয়নের ডাকে সর্বদলীয় বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার