shono
Advertisement

Breaking News

বাসে ছাত্রীকে দেখে হস্তমৈথুন, অভিযুক্তর খোঁজে হুলিয়া জারি পুলিশের

ফেরার ওই ব্যক্তিকে খুঁজে দিলে মিলবে ২৫ হাজার টাকা পুরস্কার, রইল ভিডিও। The post বাসে ছাত্রীকে দেখে হস্তমৈথুন, অভিযুক্তর খোঁজে হুলিয়া জারি পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:43 PM Feb 17, 2018Updated: 12:58 PM Feb 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত বাসে এক ছাত্রীর পাশে বসে হস্তমৈথুনে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে দিল্লি পুলিশ। যিনি ওই ফেরার ব্যক্তির খোঁজ দিতে পারবেন, তাঁকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

গত সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বসন্ত বিহার পুলিশ স্টেশনে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ডিটিসির বাসে তাঁরই পাশে বসা এক পুরুষযাত্রী হস্তমৈথুন করছিল। ২০ বছরের ছাত্রীটি সেই ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে। গত ৭ ফেব্রুয়ারি যাত্রীঠাসা বাসে এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই ছাত্রী। কারণ, ওই ছাত্রীকে দেখেই এমন অশালীন আচরণ করছিল অভিযুক্ত ব্যক্তিটি। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী, দায়ের করেন হেনস্তার অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ এ, ২৯৪ ধারায় রুজু হয় মামলা।

[বাসে ছাত্রীকে লক্ষ্য করে হস্তমৈথুন যুবকের, ভিডিও নিয়ে থানায় যুবতী]

দেখুন সেই ভিডিও:

মাঝবয়সী ওই ব্যক্তিকেই এখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সম্বল অভিযোগকারী ছাত্রীরই তোলা ভিডিও। ছাত্রীটির অভিযোগ, ওই অভিযুক্ত ব্যক্তি তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। নিগৃহীতা অ্যালার্ম টিপলেও বাসের মধ্যে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলেও অসন্তোষ প্রকাশ করেছেন ওই ছাত্রী। এই ঘটনা ফের একবার রাজধানীতে মহিলাদের নিরাপত্তার খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলেই মনে করা হচ্ছে। পুলিশ এখন ওই অভিযুক্তর ছবি-সহ হুলিয়া জারি করেছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির খোঁজ পেলেই স্থানীয় থানায় যোগাযোগ করতে বা বসন্ত বিহারের পুলিশকর্তাদের জানাতে। যিনি ওই অভিযুক্তর খোঁজ দিতে পারবে তাঁকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, সেই সঙ্গে প্রয়োজনে নাম-ঠিকানাও গোপন রাখা হবে।

 

The post বাসে ছাত্রীকে দেখে হস্তমৈথুন, অভিযুক্তর খোঁজে হুলিয়া জারি পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement