সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানির অভিযোগ দায়ের করতে গিয়ে থানায় চূড়ান্ত হেনস্তার শিকার এক রূপান্তরিত। তাঁর দাবি, শ্লীলতাহানির অভিযোগ দায়ের জন্য লিঙ্গ পরিবর্তনের সার্টিফিকেটও জমা দিতে হয় ওই রূপান্তরিতকে। বাধ্য হয়ে থানা থেকে বেরিয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতার কথা জানান রূপান্তরিত। এরপরই দায়ের হয় অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত এক রেলপুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: ৮ নভেম্বর কর্তারপুর করিডর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]
ওই রূপান্তরিত নভি মুম্বই থেকে গোরেগাঁও যাচ্ছিলেন। অভিযোগ, ট্রেন দাদর স্টেশনে পৌঁছলে এক রেলপুলিশ তাঁর শ্লীলতাহানি করে। ওই রূপান্তরিতকে ভিড়ে ঠাসা ট্রেনে জড়িয়ে ধরার চেষ্টা করে। শরীরের বিভিন্ন অঙ্গে অশ্লীলভাবে স্পর্শ করে বলেও অভিযোগ। সঙ্গে সঙ্গে ট্রেনের ভিতর চিৎকার করতে শুরু করেন ওই রূপান্তরিত। এরপরই থানায় অভিযোগ জানাতে যান তিনি। পুলিশের বিরুদ্ধে কর্তব্য পালনে গাফিলতির অভিযোগ করেছেন। রূপান্তরিতের আরও দাবি তাঁর লিঙ্গ আদতে কী, তা প্রমাণে চাপ দেয় পুলিশ। এক মহিলা পুলিশ কনস্টেবল রীতিমতো তাঁর পোশাক খুলে পরীক্ষানিরীক্ষাও করে দেখে। রূপান্তরিত স্পষ্টতই জানান, তাঁর শরীরে কোনও চোটাঘাত নেই যে পরীক্ষা করে প্রমাণ মিলবে। শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ দেওয়া সম্ভব নয় বলায় পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে বলেও দাবি রূপান্তরিতের। পুলিশের সঙ্গে বাদানুবাদে প্রায় ঘণ্টাদুয়েক কেটে যায়। তারই মাঝে সার্টিফিকেট দেখিয়ে নিজের লিঙ্গ প্রমাণ করেন ওই রূপান্তরিত।
[আরও পড়ুন: দিল্লিতে ছিনতাইবাজের কবলে প্রধানমন্ত্রীর ভাইঝি, খোয়া গেল মোবাইল ও টাকা]
থানায় অভিযোগ জানাতে গিয়ে যে ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তিনি তা সোশ্যাল মিডিয়ায় জানান। ওই ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায়। এরপরই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। অবশেষে ট্রেনে শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ জমা নেয় পুলিশ। এই ঘটনায় বছর পঞ্চাশের প্রকাশ দেবেন্দ্র ভাট নামে এক রেলপুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
The post ‘আপনি ছেলে না মেয়ে?’, শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে থানায় অপমানিত রূপান্তরিত appeared first on Sangbad Pratidin.