shono
Advertisement

পূর্বস্থলীতে উদ্ধার ড্রোন, মালিক দ্বাদশ শ্রেণির ছাত্র, জম্মুতে হামলার দিনই ফাঁস রহস্য

একবছরের চেষ্টায় গুগল ও ইউটিউব দেখে ওই ড্রোনটি তৈরি করেছিল সে।
Posted: 09:58 PM Jun 27, 2021Updated: 09:58 PM Jun 27, 2021

অভিষেক চৌধুরী, কালনা: জম্মুতে (Jammu) ড্রোন নিয়ে সারা দেশের মানুষ যখন আতঙ্কিত ঠিক তখনই প্রকাশ্যে এল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলীতে উদ্ধার হওয়া ড্রোন রহস্য। শনিবার দিনভর ড্রোন (Drone) নিয়ে পূর্বস্থলীতে আতঙ্ক ছড়িয়ে পড়তেই পুলিশ তা উদ্ধার করে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যাওয়া ড্রোনের খবর পায় খোদ মালিক। আর তা ফিরে পেতে ওইদিন সন্ধ্যাতেই পুলিশের দ্বারস্থ হয় সৌভিক দাস নামে মেধাবী এক ছাত্র।

Advertisement

পূর্বস্থলী-২ ব্লকের মাজিদা পঞ্চায়েতের বড়ধামাস-গুগলিপোতা এলাকা থেকে একটি ড্রোন উদ্ধার হয় শনিবার। সেই নিয়েই দিনভর এলাকার মানুষের মনে আতঙ্কও তৈরি হয়। পরে পূর্বস্থলী থানার পুলিশ খবর পেয়ে তা উদ্ধারও করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওইদিন সন্ধ্যায় পূর্বস্থলী থানায় পৌঁছে যায় স্থানীয় ধিতপুর এলাকার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্র সৌভিক দাস। এরপরেই পুলিশকে জানায়, ওই ড্রোনটির মালিক সে নিজেই। বহু কষ্টে একবছরের চেষ্টায় সে ওই ড্রোনটি তৈরি করেছে গুগল ও ইউটিউব দেখে। নিজেই বিভিন্ন তথ্য ও যন্ত্রাংশ খুঁজে নিয়ে গবেষণা করে ড্রোন তৈরির কাজে সফলও হয় পূর্বস্থলীর কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ওই ছাত্র। নিজের তৈরি আবিষ্কারকে মধ্যগগনে পাঠিয়ে বেশ কয়েকদিন ধরে সে ড্রোনটিকে পরীক্ষা-নিরীক্ষাও করতে থাকে এমনই দাবি তার। আর তারপর শনিবার সকালে হঠাৎই মাঝআকাশে সে উধাও হয়ে যায়। তাকে ফিরে পেতে তন্নতন্ন করে বিভিন্ন এলাকায় খোঁজ চালায় সে। তারপরেও কোনোভাবেই নিজের আবিষ্কারকে না পেয়ে মনমরা হয়ে পড়ে সৌভিক। ওইদিন বিকালেই ড্রোনের খবর পেতেই আনন্দে আত্মহারা হয়ে সে পূর্বস্থলী থানায় ছুট দেয়। কিন্তু তখন কিছু আর তার করার নেই। কারণ ড্রোন তখন পুলিশ হেপাজতে।

[আরও পড়ুন: ভুয়ো ভ্যাকসিনের পর জাল আধার কার্ড! এবার পুলিশের জালে বাঁকুড়ার যুবক]

এরপর ড্রোনটি ফিরে পেতে আবেদনও জানায় সৌভিক। সে জানায় গত বছর সে তার বাবাকে হারায়। হৃদরোগে মৃত্যু হয় প্রাইমারী স্কুলের শিক্ষক বাবা নারায়ণ চন্দ্র দাসের। বাবারও ইচ্ছা ছিল, ছেলে যেন একজন বড় ইঞ্জিনিয়ার হয়। আইআইটিতে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও করোনার কারণে তা আর হয়ে ওঠেনি। যদিও বাবা ও তার পরিবারের স্বপ্নকে পূরণ করতে দিনরাত পড়াশোনাও করে চলেছে সে। কারণ সে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়। তার পাশাপাশি সে ওই ড্রোনটিকে বুদ্ধি খাটিয়ে তৈরিও করে। আর তারপরেই এই ঘটনা। সৌভিক জানায়, “গুগল ও ইউটিউব দেখে বহু তথ্য সংগ্রহ করে এই ড্রোনটিকে আমি তৈরি করেছি। কয়েকদিন ধরেই টেষ্টিং করছিলাম। হঠাৎই মাঝ আকাশ থেকে ড্রোনটি শনিবার হারিয়ে যায়। ড্রোনটিকে ফিরে পেতে থানায় লিখিতভাবে আবেদন জানিয়েছি। ওনারা জানিয়েছেন আদালতে গিয়ে তাকে বিষয়টি জানাতে হবে। ড্রোনটি আমি ফিরে পেতে চাই।” এই ঘটনা প্রসঙ্গে পূর্বস্থলী থানার এক পুলিশ অফিসার জানান, ড্রোনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ছাত্র নিজের তৈরি ড্রোনটিকে পরীক্ষা করতে গিয়েই ওই ঘটনা ঘটে।

[আরও পড়ুন: দীর্ঘক্ষণ বন্ধ রেলগেট, হাসপাতালে যেতে না পেরে গাড়িতেই সন্তান প্রসব বর্ধমানের তরুণীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার