সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়া সংস্থার নামে অ্যাকাউন্ট খুলে প্রায় ৬০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগের তদন্তে নেমে অ্যাক্সিস ব্যাঙ্কের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ৷ রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে ভুয়া লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে৷ প্রায় ২০টি ভুয়া সংস্থার নামে অবৈধ লেনদেন হয়েছে ওই ব্যক্তিগত মালিকানাধীন ব্যাঙ্ক মারফত, জানতে পেরেছে পুলিশ৷
দিল্লির বাসিন্দা নন্দু পাসওয়ান পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর অজান্তেই অ্যাক্সিস ব্যাঙ্কে তাঁর নাম ব্যবহার করে কারেন্ট অ্যাকাউন্ট খুলে বেআইনি লেনদেন হয়েছে৷ পাসওয়ানের কোনও অনুমতি ছাড়াই তাঁকে একটি ভুয়া সংস্থার প্রোপ্রাইটার করে দেওয়া হয়েছে বলেও দিল্লি পুলিশের কাছে তিনি অভিযোগ করেন৷ আয়কর বিভাগ মারফত তিনি ওই ভুয়া অ্যাকাউন্ট খোলার কথা জানতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন নন্দু পাসওয়ান৷
পুলিশ সূত্রে খবর, ‘হিমানি ইন্টারন্যাশনাল’ নামে একটি ভুয়া সংস্থা মারফত কোটি কোটি বেআইনিভাবে লেনদেন হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে৷ ওই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ওই লেনদেনের সম্পূর্ণ হিসাব ও সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে সোমবারের মধ্যে৷ অ্যাক্সিস ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করা হবে৷ সিসিটিভ ফুটেজে খতিয়ে দেখা হবে কে বা কারা ওই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা দিয়েছেন খতিয়ে দেখা হবে৷ অ্যাকাউন্ট খোলার সময় কে স্বাক্ষর করেছিলেন, সেটাও খতিয়ে দেখবে বিশেষজ্ঞদের একটি দল৷ গত ১৫ ডিসেম্বর আয়কর বিভাগ অ্যাক্সিস ব্যাঙ্কে হানা দিয়ে ২০টি ভুয়া অ্যাকাউন্ট মারফত প্রায় ৬০ কোটি টাকার অবৈধ লেনদেনের খোঁজ পায়৷ তারপরেই তদন্তে নাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷
অন্যদিকে, এদিনই অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিখা শর্মা এক চিঠিতে গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে বলেছেন, “কয়েকজন অসাধু কর্মচারীর জন্য ব্যাঙ্কের সুনামের ক্ষতি হচ্ছে৷” তিনি আরও জানিয়েছেন, ভুয়া লেনদেন রুখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে তাঁর ব্যাঙ্ক৷ লেনদেনকে আরও নিরাপদ করতে অ্যাক্সিস ব্যাঙ্ক ফরেসনিক অডিট করবে বলেও জানিয়েছেন তিনি৷
- গুজরাতের চা-বিক্রেতার কাছে মিলল প্রায় ১১ কোটি
- বাতিল নোটের পুরোটা নতুন হবে না: অরুণ জেটলি
- আইবি-র নয়া প্রধান রাজীব জৈন
The post অ্যাক্সিস ব্যাঙ্কে ৬০ কোটি টাকার অবৈধ লেনদেন, সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ appeared first on Sangbad Pratidin.