shono
Advertisement

অ্যাক্সিস ব্যাঙ্কে ৬০ কোটি টাকার অবৈধ লেনদেন, সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ

দুঃখপ্রকাশ করে অসাধু কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস অ্যাক্সিস ব্যাঙ্কের৷ The post অ্যাক্সিস ব্যাঙ্কে ৬০ কোটি টাকার অবৈধ লেনদেন, সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 PM Dec 18, 2016Updated: 03:09 PM Dec 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়া সংস্থার নামে অ্যাকাউন্ট খুলে প্রায় ৬০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগের তদন্তে নেমে অ্যাক্সিস ব্যাঙ্কের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ৷ রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে ভুয়া লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে৷ প্রায় ২০টি ভুয়া সংস্থার নামে অবৈধ লেনদেন হয়েছে ওই ব্যক্তিগত মালিকানাধীন ব্যাঙ্ক মারফত, জানতে পেরেছে পুলিশ৷

Advertisement

দিল্লির বাসিন্দা নন্দু পাসওয়ান পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর অজান্তেই অ্যাক্সিস ব্যাঙ্কে তাঁর নাম ব্যবহার করে কারেন্ট অ্যাকাউন্ট খুলে বেআইনি লেনদেন হয়েছে৷ পাসওয়ানের কোনও অনুমতি ছাড়াই তাঁকে একটি ভুয়া সংস্থার প্রোপ্রাইটার করে দেওয়া হয়েছে বলেও দিল্লি পুলিশের কাছে তিনি অভিযোগ করেন৷ আয়কর বিভাগ মারফত তিনি ওই ভুয়া অ্যাকাউন্ট খোলার কথা জানতে পেরেছেন বলে পুলিশকে জানিয়েছেন নন্দু পাসওয়ান৷

পুলিশ সূত্রে খবর, ‘হিমানি ইন্টারন্যাশনাল’ নামে একটি ভুয়া সংস্থা মারফত কোটি কোটি বেআইনিভাবে লেনদেন হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে৷ ওই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ওই লেনদেনের সম্পূর্ণ হিসাব ও সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে সোমবারের মধ্যে৷ অ্যাক্সিস ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করা হবে৷ সিসিটিভ ফুটেজে খতিয়ে দেখা হবে কে বা কারা ওই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা দিয়েছেন খতিয়ে দেখা হবে৷ অ্যাকাউন্ট খোলার সময় কে স্বাক্ষর করেছিলেন, সেটাও খতিয়ে দেখবে বিশেষজ্ঞদের একটি দল৷ গত ১৫ ডিসেম্বর আয়কর বিভাগ অ্যাক্সিস ব্যাঙ্কে হানা দিয়ে ২০টি ভুয়া অ্যাকাউন্ট মারফত প্রায় ৬০ কোটি টাকার অবৈধ লেনদেনের খোঁজ পায়৷ তারপরেই তদন্তে নাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷

অন্যদিকে, এদিনই অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শিখা শর্মা এক চিঠিতে গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে বলেছেন, “কয়েকজন অসাধু কর্মচারীর জন্য ব্যাঙ্কের সুনামের ক্ষতি হচ্ছে৷” তিনি আরও জানিয়েছেন, ভুয়া লেনদেন রুখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে তাঁর ব্যাঙ্ক৷ লেনদেনকে আরও নিরাপদ করতে অ্যাক্সিস ব্যাঙ্ক ফরেসনিক অডিট করবে বলেও জানিয়েছেন তিনি৷

  • গুজরাতের চা-বিক্রেতার কাছে মিলল প্রায় ১১ কোটি
  • বাতিল নোটের পুরোটা নতুন হবে না: অরুণ জেটলি
  • আইবি-র নয়া প্রধান রাজীব জৈন

The post অ্যাক্সিস ব্যাঙ্কে ৬০ কোটি টাকার অবৈধ লেনদেন, সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement