shono
Advertisement

Breaking News

পর্নে আসক্ত ছিলেন পপসম্রাট!

বিকৃত যৌনতার প্রতি জ্যাকসনের ঝোঁক ছিল বলেই জানা যাচ্ছে৷ The post পর্নে আসক্ত ছিলেন পপসম্রাট! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:33 PM Jun 22, 2016Updated: 07:02 PM Jun 22, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন ভিডিওয় পুরোমাত্রায় আসক্ত ছিলেন পপসম্রাট মাইকেল জ্যাকসন৷ এমনকী অল্পবয়সি ছেলেদের নগ্ন ছবিও সংগ্রহ করে রাখতেন তিনি৷ সম্প্রতি প্রকাশ পাওয়া এক পুলিশ রিপোর্ট থেকে মিলছে এমনই সব অদ্ভুত তথ্য৷

Advertisement

তাঁর ‘মুনওয়াক’-এ শিল্পের আলো ছড়িয়ে পড়তে পারে, কিন্তু ব্যক্তিগত জীবনে কম অন্ধকার দিক নেই তাঁর৷ এর আগে এক ১৩ বছরের এক বালকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ বেশ কয়েক মাস ধরে চলেছিল মামলা মোকদ্দমা৷ সেটা ২০০৫ সাল৷ তাঁর বিরুদ্ধে টুকরো টাকরা ছড়িয়ে ছিল আরও নানা অভিযোগ৷ বিভিন্ন কাগজে, ম্যাগাজিনে তা প্রকাশিত হয়েছিল৷ এতদিন ধরে সেগুলোর দেখা মেলেনি, কেননা পুলিশ এই সমস্ত কাগজপত্র বাজেয়াপ্ত করেছিল৷ এখন খতিয়ে দেখতেই পাওয়া যাচ্ছে জ্যাকসনের জীবনের অন্ধকার দিক৷  জ্যাকসনের সংগ্রহে বেশ কিছু অল্পবয়সি ছেলের নগ্ন ছবি ছিল বলে জানা গিয়েছে৷ এছাড়া পর্ন ভিডিওর প্রতি আসক্ত ছিলেন পপসম্রাট৷ সব মিলিয়ে বিকৃত যৌনতার প্রতি জ্যাকসনের ঝোঁক ছিল বলেই জানা যাচ্ছে৷ কেননা, তাঁর সংগ্রহে যেমন নগ্ন পুরুষের ছবি মিলেছে, তেমনি নগ্ন বালকের মুখ অথচ শরীর এক পূর্ণবয়স্ক যুবকের এরকম কিছু ছবিও পাওয়া গিয়েছে৷ এছাড়া বেশ কিছু ছবি আছে যেখানে ছেলেদের উপর শারীরিক নিগ্রহ করা হচ্ছে৷ যৌনতা নিয়ে ব্যক্তিগত জীবনে নানা পরীক্ষা করেছেন৷ তবে বিকৃত যৌনতাতেও তাঁর যে যথেষ্ট আগ্রহ ছিল, এই ছবি ও তথ্যই সে প্রমাণ দিচ্ছে৷

The post পর্নে আসক্ত ছিলেন পপসম্রাট! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement