shono
Advertisement

Breaking News

জম্মুতে ‘স্পাই’সন্দেহে আটক ১৫০টি পায়রা

চলতি মাসের ৫ তারিখ তিনজন সন্দেহভাজনের কাছ থেকে ১৫০টি পায়রা আটক করে পুলিশ৷ The post জম্মুতে ‘স্পাই’ সন্দেহে আটক ১৫০টি পায়রা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:06 PM Oct 16, 2016Updated: 05:36 PM Oct 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ‘স্পাই’ পায়রা পাঠিয়ে কাশ্মীরের উপর নজর রাখছে পাকিস্তান? ফের তেমনই ইঙ্গিত মিলল যখন জম্মুর বিক্রম চক থেকে গ্রেফতার করা হল তিন সন্দেহভাজনকে৷ পুলিশ সূত্রে খবর, কলার বাক্সে ভরে ১৫০ টিরও বেশি পায়রা পাচার করার চেষ্টা করছিল তারা৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷

Advertisement

চলতি মাসের ৫ তারিখ তিনজন সন্দেহভাজনের কাছ থেকে ১৫০টি পায়রা আটক করে পুলিশ৷ তারপর পায়রাগুলি তুলে দেওয়া হয় সেভ নামের এক স্বেচ্ছাসেবি সংস্থার হাতে৷ ভারতীয় দণ্ডবিধির ১৪৪ নম্বর ধারায় (জীবের সঙ্গে হিংস্র আচরণ) ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ কিন্তু এখানেই ঘটনা শেষ হয়ে যায়নি৷

স্বেচ্ছাসেবি সংস্থাই সবার আগে লক্ষ্য করে পায়রাগুলির দেহে সন্দেহজনক কিছু লেখা রয়েছে৷ সঙ্গে সঙ্গে জম্মুর ডেপুটি কমিশনারকে খবর দেয় ওই সংস্থা৷ শুরু হয় তল্লাশি৷ পায়রাদের গুপ্তচর হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ সংস্থার এক সদস্য নম্রতা হাকু জানান, পায়রার পায়ে স্পেশাল ম্যাগনেটিক রিং দেখেই সন্দেহ হয়েছিল তাঁদের৷ তখনই পুলিশকে জানান তাঁরা৷

চলতি মাসের প্রথম দিকেই পায়রার পায়ে চিঠি বেঁধে উর্দুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি বার্তা পাঠানো হয়েছিল৷ আবার গতমাসে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাবের হোশিয়ারপুর গ্রামে নরেশ কুমারের বাড়িতে উড়ে এসেছিল ‘জঙ্গিদূত’ পায়রা৷ সাদা পায়রাটির ডানায় উর্দুতে লেখা ছিল রবি, বুধ, বৃহস্পতি৷ উল্লেখ্য, সেই সপ্তাহের ওই দিনগুলিতেই ভারতে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ রবিবার উরিতে, বুধবার নগাঁওয়ে, বৃহস্পতিবার বান্দিপোরায় হামলা হয়েছিল৷ পাক জঙ্গিরা ফের পায়রা পাঠিয়ে ভারতে অনুপ্রবেশকারী জঙ্গিদের কোনও সংকেত দিতে চাইছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷

The post জম্মুতে ‘স্পাই’ সন্দেহে আটক ১৫০টি পায়রা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement