সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের বাঘে ছুঁলে যদি আঠেরো ঘা হয়, তবে পুলিশে ছুঁলে তা ছত্রিশ৷ এ অভিজ্ঞতা নিয়েই ফিরলেন ফতেপুরের কৃষকরা৷
টাকা তুলতে ব্যাঙ্ক বা এটিএমের সমানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জনতা৷ গোটা দেশে এটাই এখন সাধারণ চিত্র৷ ফতেপুরের এক ব্যাঙ্কের সামনেও টাকা তুলতে ভিড় জমিয়েছিলেন কৃষকরা৷ ব্যাঙ্কের গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন এক পুলিশকর্মী৷ দরজা খুলে ব্যাঙ্কের ভিতরে গ্রাহকদের যেতে দিচ্ছিলেন৷ আচমকাই কোনও কারণে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন৷ আর তারপরই শুরু হয় লাঠিচার্জ৷ রীতিমতো মারধর করে তিনি মানুষকে ব্যাঙ্কে ঢোকান৷ আবার যাঁরা বাইরে দাঁড়িয়ে আছেন তাঁদেরও মারধর করেন৷ লাইনে কোনও বিশৃঙ্খলা যাতে না হয়, তা বজায় রাখতেই একেবারে রণং দেহি হয়ে ওঠেন ওই পুলিশকর্মী৷ এমনকী ছাড় দেননি বয়স্করাও৷ এক যুবককেও মারের চোটে লাইনছাড়া করতে দেখা যায় তাঁকে৷
ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে৷ নড়েচড়ে বসে প্রশাসনও৷ তড়িঘড়ি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বরখাস্ত করেন ওই থানার সুপার ও স্টেশন অফিসারকে৷
The post টাকা তুলতে আসা সাধারণ মানুষকে বেধড়ক মার পুলিশের appeared first on Sangbad Pratidin.