shono
Advertisement

পোলিও টিকায় ভাইরাস, তিন রাজ্যে দেড় লক্ষ শিশুর শরীরে সংক্রমণের আশঙ্কা

পরিস্থিতির উপর নজর রাখতে বাড়ি বাড়ি অভিযান স্বাস্থ্যকর্মীদের৷ The post পোলিও টিকায় ভাইরাস, তিন রাজ্যে দেড় লক্ষ শিশুর শরীরে সংক্রমণের আশঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:52 AM Oct 04, 2018Updated: 11:55 AM Oct 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারতকে পোলিও মুক্ত দেশের মর্যাদা আগেই দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ এবার সেই ‘পোলিও মুক্ত ভারতে’ই এবার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা৷  উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় পোলিও টিকায় ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷ উত্তরপ্রদেশে একাধিক শিশুর মলে ভাইরালের চিহ্ন পাওয়া গিয়েছে৷ ‘টাইপ-২’ পোলিওর সংক্রমণ দেখা দেওয়ায় তিন রাজ্যের অন্তত দেড় লক্ষ শিশু প্রভাবিত হতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রকের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ ইতিমধ্যে যে সমস্ত শিশুকে টাইপ-২ পোলিও দেওয়া হয়েছে, তাদের উপর কড়া নজরদারি রাখার নির্দেশ জারি হয়েছে৷ স্বাস্থ্য কর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷

Advertisement

[মুসলিম বলে মেলেনি সুবিচার, মৃত ছেলের জন্য ধর্মান্তরিত হলেন বাবা]

কিন্তু, টাইপ-২ পোলিও টিকায় কীভাবে ঢুকল ভাইরাস? মারণ রোগ থেকে শিশুদের বাঁচাতে যখন পোলিও টিকাকরণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে কেন্দ্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), তখন কীভাবে এতবড় ঘটনা ঘটল? জানা গিয়েছে, গাজিয়াবাদের বায়োমেড ওষুধ কারখানায় টিকাগুলি তৈরি হত৷ ইতিমধ্যেই ওষুধ উৎপাদনকারী সংস্থার সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে৷ ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেপ্তারও করেছে পুলিশ৷

[মায়ার খেলা! মধ্যপ্রদেশ-রাজস্থানে আলাদা লড়ার সিদ্ধান্ত বিএসপির]

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে তিন রাজ্যকে সতর্ক করে টিকা গ্রহণকারী সমস্ত শিশুকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে৷ নির্দেশ জারি হতেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নিতে শুরু করেছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা৷ এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি টিকা করণের  ফাইলে টাইপ-২ সংক্রমণ মিলেছে৷ সংক্রমিত আরও দুটি ব্যাজে ১ লক্ষ ফাইলে সংক্রমণ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ উত্তরপ্রদেশে টিকা দেওয়া শিশুদের মলে ভাইরাসের উপস্থিতি পাওয়ার পরই বিষয়টি সবার নজরে আসে৷

[রাফালে যুদ্ধবিমান ‘গেমচেঞ্জার’, দরাজ সার্টিফিকেট বায়ুসেনা প্রধানের]

The post পোলিও টিকায় ভাইরাস, তিন রাজ্যে দেড় লক্ষ শিশুর শরীরে সংক্রমণের আশঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement