shono
Advertisement

Breaking News

আইএস টার্গেটে দেশের রাজনীতিবিদরা! চাঞ্চল্যকর দাবি এনআইএ-র

প্রজাতন্ত্র দিবসের আগেই ছিল ফিদায়েঁ হামলার ছক৷ The post আইএস টার্গেটে দেশের রাজনীতিবিদরা! চাঞ্চল্যকর দাবি এনআইএ-র appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Dec 26, 2018Updated: 10:11 PM Dec 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রজাতন্ত্র দিবস ও আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজধানী-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ফিদায়েঁ হামলার ষড়যন্ত্র করছিল আইএস। এবং তাদের  ভারতীয় শাখা হরকত-উল-হার্ব-এ-ইসলাম। জঙ্গিদের নিশানায় ছিলেন, দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা, বিদেশী রাষ্ট্রদূতরা এবং আরএসএস-এর মতো বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদর দপ্তর ও নেতারা৷ বুধবার সকাল থেকে দিল্লি ও উত্তরপ্রদেশের সতেরোটি স্থানে তল্লাশি চালানোর পর, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমনই জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷

Advertisement

তল্লাশিতে এনআইএ-র হাতে এসেছে সাড়ে সাত লক্ষ টাকা, একশোটি মোবাইল ফোন, ১৩৫টি সিম কার্ড, বেশ কয়েকটি ল্যাপটপ ও মেমোরি কার্ড৷ এনআইএ-র আইজি অলোক মিত্তল জানান, উদ্ধার হওয়া সরঞ্জামের ভিত্তিতে তাঁরা একপ্রকার নিশ্চিত যে, রিমোর্ট নিয়ন্ত্রিত শক্তিশালী বিস্ফোরকের দ্বারা হামলার পরিকল্পনা ছিল জঙ্গি সংগঠনটির৷ নয়তো চালান হত আত্মঘাতী হামলা৷ বিদেশ থেকে টাকার জোগান দেওয়া হত তাঁদের এবং বিদেশ থেকেই আইএসের শীর্ষ নেতারা সংগঠনটিকে চালনা করত৷ সূত্রের খবর, বুধবারের তল্লাশি অভিযানের আগে সন্দেহভাজন ১৬ জনকে জেরা করেন এনআইএ আধিকারিকরা৷ এনআইএ আইজি জানান, তাঁদের মধ্যে দশজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে৷ যাদের মধ্যে রয়েছে এই সংগঠনটির মূল পাণ্ডা মুফতি সোহেল৷ উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা সোহেল দিল্লির একটি মসজিদে কাজ করত৷ গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রয়েছে বলেও জানা গিয়েছে এনআইএ সূত্রে৷

দীর্ঘদিন ধরেই ভারতে জাল বোনার চেষ্টা চালাচ্ছে আইএস। এর আগেও কেরলের বিভিন্ন এলাকায় আইএস রিক্রুটমেন্ট চক্রের হদিশ পেয়েছিলেন এনআইএ আধিকারিকরা। কেরল থেকে বহু যুবক আইএস-এ যোগদান করেছে বলেও খবর মিলেছিল গোয়েন্দা সূত্রে। এমনকি, উত্তরপ্রদেশে তল্লাশি চালিয়েও আইএস মডিউলের সন্ধান পাওয়া গিয়েছিল। উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনার পিছনেও আইএস যোগ রয়েছে বলে ধারণা ছিল গোয়েন্দাদের। ক্রমাগত এই জেহাদি সংগঠনটি যেভাবে ভারতে জাল বিস্তার করছে তা আগামিদিনে বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে বলেই ধারণা নিরাপত্তা বিশেষজ্ঞদের।

The post আইএস টার্গেটে দেশের রাজনীতিবিদরা! চাঞ্চল্যকর দাবি এনআইএ-র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement