shono
Advertisement

কর ছাড়াই বাতিল নোট ব্যাঙ্কে জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলি  

২০ হাজারের বেশি টাকা জমা দিলেই জানতে চাওয়া হবে দলের আয়ের উৎস। The post কর ছাড়াই বাতিল নোট ব্যাঙ্কে জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলি   appeared first on Sangbad Pratidin.
Posted: 09:48 PM Dec 17, 2016Updated: 04:18 PM Dec 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০-এর নোট তো গত মাসেই বিলুপ্ত হয়েছে। তবে আপনার কাছে যদিও তা থেকেও থাকে তা ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা দিতে পারবেন। তবে হ্যাঁ, আয় যদি হিসাববহির্ভূত হয় তাহলে কিন্তু ৫০ শতাংশ কর দিয়ে তবেই সে টাকা সাদা করতে পারবেন। একথা অবশ্য এখন প্রায় কমবেশি সকলেরই জানা। কিন্তু এটা কি জানেন রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে এতে ছাড় রয়েছে। আহা, ছাড় বললে ভুল হবে কোনওরকম কর ছাড়াই রাজনৈতিক দলগুলি তাদের পার্টি ফান্ডের সমস্ত পুরনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে পারবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

তবে কোথা থেকে কিভাবে পার্টি ফান্ডে সেই টাকা এল তার ব্যাখ্যা যদিও সেই দলকে দিতে হবে। যদিও এটা ঠিক, পুরনো আইন অনুযায়ী কোনও রাজনৈতিক দল আয়করের আওতায় পড়ে না। কারণ এক্ষেত্রে দলের আয়ের বিভিন্ন মাধ্যম থাকতে পারে।

কেন্দ্রের রাজস্ব সচিব হাসমুখ আধিয়া শনিবার এবিষয়ে জানিয়েছেন, রাজনৈতিক দলের অ্যাকাউন্টে যত টাকাই ফেলা হোক না কেন তাতে তাঁদের আপত্তি নেই। তবে কোনও দলের কেউ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা ফেললেই সেখবর তাঁদের কাছে পৌঁছে যাবে। তবে দলের রাজনৈতিক দলকে ২০ হাজারের বেশি টাকা জমা দিলেই দলের আয়ের উৎস জানাতে হবে।

এর আগে বহুবার নির্বাচন কমিশনের তরফে অভিযোগ করা হয়, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে কালো টাকা ব্যবহার করে। তবে এক্ষেত্রে এটাও ঠিক রাজনৈতিক দলগুলির আয়ের উৎস নানাবিধ।

The post কর ছাড়াই বাতিল নোট ব্যাঙ্কে জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলি   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement