shono
Advertisement
CJI DY Chandrachud

'এ দৃশ্য সংশয় তৈরি করছে', প্রধান বিচারপতির বাড়িতে মোদির আগমনে প্রশ্ন আইনজীবী মহলের

প্রধান বিচারপতির নিরপেক্ষতার উপর আর আস্থা নেই, সরব বিরোধী শিবির।
Published By: Subhajit MandalPosted: 02:12 PM Sep 12, 2024Updated: 02:12 PM Sep 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধান বিচারপতির বাড়িতে প্রধানমন্ত্রী! বুধবার রাতে এই ছবি ছড়িয়ে পড়তেই নানা রকম প্রশ্ন ওঠা শুরু করেছে সোশাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে, সংবিধানের রক্ষাকর্তাকে ব্যক্তিগত পরিসরে শাসকের সঙ্গে একফ্রেমে দেখা কতটা শোভনীয়? আইনজীবী মহলও প্রধান বিচারপতিকে 'আইনের পাঠ' দিচ্ছে।

Advertisement

উল্লেখ্য, বুধবার সন্ধেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সস্ত্রীক বিচারপতি চন্দ্রচূড়। তারপর একসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তাঁর স্ত্রী কল্পনা দাস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিদ্ধিদাতার আরতিও করতে দেখা যায়। যদিও এর পর বেশিক্ষণ প্রধান বিচারপতির বাড়িতে থাকেননি মোদি। সৌজন্য সাক্ষাৎ সেরে বেরিয়ে যান বলেই খবর।

[আরও পড়ুন: তিনটি গাড়ি, জমি, মোট কত সম্পত্তির মালকিন ভিনেশ ফোগাট?]

কিন্তু প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির ব্যক্তিগত পরিসরের 'এই সৌজন্য' নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে। বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং বলছেন, "খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচারব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপস করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত।" আর এক আইনজীবী প্রশান্ত ভূষণ বলছেন, "বিচারপতির উচিত নিজের পদমর্যাদার খেয়াল রাখা উচিত। এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।"

[আরও পড়ুন: যোগীরাজ্যে জাতীয় সড়কের ধারে মহিলার মুণ্ডহীন নগ্ন দেহ, ধর্ষণ করে খুন?]

আসরে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। শিব সেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত বলছেন, এই ধরনের সাক্ষাৎ সংশয় তৈরি করেছে। তাঁর সাফ কথা, শিব সেনার প্রতীক সংক্রান্ত যে মামলা প্রধান বিচারপতির বেঞ্চে চলছে, সেটা থেকে তাঁর নিজেকে সরিয়ে নেওয়া উচিত। তাঁর সাফ কথা, বিচারপতির সঙ্গে বিজেপির যোগাযোগ প্রকাশ্যেই দৃশ্যমান। প্রধান বিচারপতির এসব থেকে বিরত থাকা উচিত। আরজেডি নেতা মনোজ ঝাঁও বলছেন, গণেশপুজো তো ব্যক্তিগত বিষয়। সেখানে এভাবে ক্যামেরা নিয়ে গিয়ে যে ছবি প্রকাশ করেছে, সেটা অস্বস্তিকর বার্তা দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার রাতে এই ছবি ছড়িয়ে পড়তেই নানা রকম প্রশ্ন ওঠা শুরু করেছে সোশাল মিডিয়ায়।
  • প্রশ্ন উঠছে, সংবিধানের রক্ষাকর্তাকে ব্যক্তিগত পরিসরে শাসকের সঙ্গে একফ্রেমে দেখা কতটা শোভনীয়? আইনজীবী মহলও প্রধান বিচারপতিকে 'আইনের পাঠ' দিচ্ছে।
  • বুধবার সন্ধেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গণেশ পুজোয় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement