shono
Advertisement

কৃষিঋণ মকুব আসলে রাজস্থান সরকারের ‘মাস্টার স্ট্রোক’, মত রাজনৈতিক মহলের

এক চালে বিধানসভা ও ১৯-এর লোকসভায় ঘর বাঁচাতে মরিয়া বসুন্ধরা সরকার৷ The post কৃষিঋণ মকুব আসলে রাজস্থান সরকারের ‘মাস্টার স্ট্রোক’, মত রাজনৈতিক মহলের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:44 PM Jun 05, 2018Updated: 04:59 PM Jun 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষিঋণ মকুব ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্রমেই ক্ষোভ বাড়ছে দেশের কৃষকদের৷ বিক্ষোভ প্রদর্শনে ইতিমধ্যেই মহারাষ্ট্রে হয়ে গিয়েছে ঐতিহাসিক ‘কিষান লং মার্চ’৷ বিক্ষোভ চলছে মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো গেরুয়া শিবিরের ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে৷ চলতি বছরের শেষের দিকে সেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েই হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ সেখানে কার্যত শাসকের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা৷ এমত পরিস্থিতিতে মাস্টার স্ট্রোক দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া৷ রাজ্যের কৃষকদের বিপুল পরিমাণ ঋণ মুকুব করে দিলেন তিনি৷ যা দেশীয় অর্থনীতির একদশকের ইতিহাসে সম্ভবত সর্বাধিক৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞরা৷

Advertisement

[ডিজিটাল প্ল্যাটফর্মে মহিলাদের নিয়ে কুরুচিকর ছবি-বার্তায় রাশ কেন্দ্রের]

জানা গিয়েছে, এর আগে রাজস্থানের কৃষকরা সর্বোচ্চ কৃষি ঋণে ছাড় পেয়েছিলেন ২০০৮-এ৷ তখন রাজ্যের ক্ষমতায় ছিল অশোক গেহলটের নেতৃত্বাধীন কংগ্রেস৷ সেবার রাজ্যের আট লাখ কৃষকের মকুব হয়েছিল প্রায় ১৩৪৫ কোটি টাকা৷ তবে এবার মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার সরকার সেই তুলনায় প্রায় আটগুণ বেশি অর্থাৎ ৮৪০০ কোটি টাকা মুকুব করেছেন৷ এর ফলে লাভবান হচ্ছেন রাজ্যের প্রায় ২৭ লাখ কৃষক৷ যা দেশের অন্যান্য রাজ্যগুলির নিরিখেও নজির বলে দাবি করছে রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি সরকার৷ রাজস্থান সরকারের এক শীর্ষ আধিকারিক জানান, কেবল কৃষকদের মাথা থেকে ঋণের বোঝাই কমাল না সরকার৷ পাশাপাশি আবার যাতে তাঁরা ব্যাকং থেকে কম সুদে নয়া ঋণ নিতে পারেন তার ব্যবস্থাও করে দিয়েছে৷ রাজস্থান সরকারের দাবি, ঋণ মকুবের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন ছোট কৃষকরা৷ কারণ এক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ মকুব করা হয়েছে এবং কোনও সুদ ছাড়াই৷

[কৈরানায় হারের কালমেঘ গিলে আখচাষিদের ৮০০০ কোটি অনুদানের ভাবনা কেন্দ্রের]

কৃষক বিক্ষোভ যদি একটি কারণ হয়, তবে আরও একাধিক কারণে রাজস্থানে তৈরি হয়েছে সরকার বিরোধী আবহাওয়া৷ যাকে ইতিমধ্যেই কাজে লাগাতে শুরু করেছে বিরোধী আসনে থাকা কংগ্রেস৷ সম্প্রতি প্রকাশিত একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থান ধরে রাখা গেরুয়া শিবিরে কাছে কার্যত এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে রাজস্থান থেকে কংগ্রেসকে হোয়াইট ওয়াশ করেছিলেন মোদি-শাহ জুটি৷ ২৫টি লোকসভা আসনের মধ্যে সবকটি গিয়েছিল তাঁদের ঝুলিতে৷ তবে ২০১৯-এ এর সম্ভবনা অনেকটাই কম৷ তা সাম্প্রতিক কয়েকটি উপ-নির্বাচনের ফলাফলেই ইঙ্গিত পেয়ে গিয়েছে পদ্মশিবিরের হাইকমান্ড৷ বছরের শেষের বিধানসভা ও আগামী বছরের লোকসভাকে মাথায় রেখেই কৃষিঋণ মকুব করা কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের একটি মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

The post কৃষিঋণ মকুব আসলে রাজস্থান সরকারের ‘মাস্টার স্ট্রোক’, মত রাজনৈতিক মহলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement