shono
Advertisement

উগ্র যৌনতার ক্ষেত্রে বলিউডের তিন নায়কের নাম নিলেন পুনম

তালিকায় রয়েছেন এক বলিউড অভিনেত্রীও। The post উগ্র যৌনতার ক্ষেত্রে বলিউডের তিন নায়কের নাম নিলেন পুনম appeared first on Sangbad Pratidin.
Posted: 11:28 AM Mar 31, 2017Updated: 05:58 AM Mar 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের বিভিন্ন কার্যকলাপের জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডে। কখনও ক্রিসমাস আবার কখনও বা রং খেলার ভিডিও আপলোড করে। এবার তাঁর একটি বক্তব্যের জন্য ফের শোরগোল পড়ে গিয়েছে।যদি উগ্র যৌনতার কথা ওঠে তাহলে নাকি তাঁর প্রথম পছন্দ বলিউডের তিন পুরুষ সলমন খান, রনবীর সিং এবং বিদ্যুৎ জামওয়াল। একটি সর্বভারতীয় বিনোদনমূলক চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন পুনম। বলিউডে এক মহিলার প্রতিও দুর্বলতা রয়েছে তাঁর। তিনি হলেন কৃতি শ্যানন। বি-টাউনের এই বিউটিকে বেশ ‘ইন্টারেস্টিং’ লাগে পুনমের।

Advertisement

সাক্ষাৎকারে পুনমকে সঞ্চালক জিজ্ঞাসা করেছিলেন, ‘উগ্র যৌনতার প্রসঙ্গে আপনার পছন্দ কে?’ এই প্রশ্নের উত্তরে পুনম বলেন, ‘যখন ব্যাপারটি উগ্র যৌনতার তখন একজনের নাম বলা তো সম্ভব নয়। আমি চার-পাঁচজনের নাম বলতে চাই।’ এরপরেই প্রথমে বিদ্যুৎ জামওয়ালের নাম নেন তিনি। তারপরে রনবীর এবং সবশেষে সলমন খানের নাম বলেন। এমনকী সাক্ষাৎকারে কৃতি শ্যাননের নামও তোলেন তিনি। তবে ভিডিওটির শেষে যখন কৃতির নাম নেন পুনম, তখন সঞ্চালক এবং পুনম দু’জনেই হেসে ওঠেন। আসলে খানিকটা মজা করার জন্যই এই প্রশ্নটি করা হয়েছিল পুনমকে। আর নিজের স্বভাবসিদ্ধ মেজাজেই তার উত্তর দিয়েছেন ইন্টারনেট সেন্সেশন।

The post উগ্র যৌনতার ক্ষেত্রে বলিউডের তিন নায়কের নাম নিলেন পুনম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement