সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে শিশু পর্নোগ্রাফির রমরমা রুখতে একটি নজরদারি পোর্টাল চালু করেছিল কেন্দ্রীয় সরকার। উদ্দেশ্য ছিল, চাইল্ড পর্নোগ্রাফি রোখার পাশাপাশি ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনার ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া বন্ধ করা। কিন্তু কাজ শুরুর আগেই অকেজো হয়ে গিয়েছে পোর্টালটি। এর ফলে প্রশ্নের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই উদ্যোগ। সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
[আয়কর দপ্তরকে বেনামী সম্পত্তির খবর দিতে পারলেই ৫ কোটি টাকা ইনাম!]
বৃহস্পতিবার চালু হয়েছিল ওই পোর্টাল। কিন্তু, শুক্রবার সেই পোর্টালের ইউআরএল www.cyberpolice.gov.in-এ ক্নিক করে দেখা গেল তা কোনওভাবেই কাজ করছে না। এক দিন আগে বৃহস্পতিবার যে পোর্টাল ঘটা করে চালু হয়েছিল, তা কী করে রাতারাতি অকেজো হয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখানেই শেষ নয়, ওই ওয়েবসাইটের পাশাপাশি একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছিল। কিন্তু, শুক্রবার সেই হেল্পলাইন ১৫৫২৬০ নম্বরে ফোন করে শোনা গেল, আপনি একটি ভুল নম্বর ডায়াল করেছেন।
[‘হিংলিশ’ ভাষায় পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা, অভিনব সিদ্ধান্ত মধ্যপ্রদেশের বিশ্ববিদ্যালয়ের]
পোর্টালটি চালু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করছিল, ইন্টারনেটে ধর্ষণ, গণধর্ষণ কিংবা শিশু পর্নোগ্রাফি ছবি এবং ভিডিও-র আপলোডিং রুখে দেওয়া অনেকটাই সহজ হবে। আটকানোর ব্যবস্থা এবার অনেকটাই পোক্ত হবে। দেশের ১৫ হাজার থানাকে এই পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু এত করেও শুরুতেই হোঁচট। অনলাইনে শিশু পর্নোগ্রাফি ঠেকানোর জন্য সেই অনলাইন ব্যবস্থাকে কাজে লাগানোর চেষ্টা জলে গেল। প্রশ্ন উঠছে, একটা পোর্টাল চালু করার মতো পরিকাঠামোও কি তাহলে কেন্দ্রের নেই?
[রামায়ণের সময়েও নাকি ছিল টেস্ট টিউব বেবি: দীনেশ শর্মা]
এই ঘটনাকে সরকারের সদিচ্ছার অভাব বলেই দুষেছেন নেটিজেনরা। এর আগে শিশুদের নিয়ে তৈরি নীল ছবির রমরমায় উদ্বেগ প্রকাশ করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো যখন এই ধরনের বিষয়ে নানা রকমের ব্যবস্থা নিচ্ছে, তখন ভারত সরকার নিষ্ক্রিয় কেন? এর পরেই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রক। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে পোর্টালের লঞ্চ করা হয়। তার নেটওয়ার্ক জোরদার করার জন্য প্রত্যেকটি রাজ্য পুলিশের সদর দপ্তরে নোডাল সাইবার সেল গঠনের নির্দেশ দেওয়া হয়। নজরদারি চালানোর জন্য নিয়োগ করার কথা নোডাল অফিসারদের। শিশুদের নিয়ে নীল ছবি, গণধর্ষণ কিংবা ধর্ষণের ভিডিও বা ছবি চোখে পড়লেই,তা প্রশাসনের নজরে আনার জন্য পোর্টালে আপলোড করা যাবে। ওই ছবি কিংবা ভিডিও তুলে নেওয়ার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে নির্দেশ দেওয়া যাবে। কিন্তু শুরুতেই ঘটল ছন্দপতন।
The post একদিনেই অকেজো সরকারি পোর্টাল, রমরমিয়ে চলছে চাইল্ড পর্নোগ্রাফি appeared first on Sangbad Pratidin.