shono
Advertisement

দমকল নয়, দাবানল প্রতিরোধে এই দেশের ব্রহ্মাস্ত্র ছাগল বাহিনী!

সদাপ্রস্তুত ৩৭০ ছাগলের আস্ত একটা বাহিনী৷ The post দমকল নয়, দাবানল প্রতিরোধে এই দেশের ব্রহ্মাস্ত্র ছাগল বাহিনী! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:24 PM Oct 23, 2018Updated: 05:24 PM Oct 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকবার দাবানলে ধ্বংস হয়ে যায় পর্তুগালের অসংখ্য বনভূমি৷ মৃত্যুর কোলে ঢলে পড়ে অসংখ্য বন্য পশু ও পাখি৷ আগুনে পুড়ে ছারখার হয়ে যায় অসংখ্য খামার বাড়ি ও শস্য মজুদ করার ছোট ছোট গুদাম৷ তবে এবার গ্রীষ্মকালের অনেক আগেই সতর্কতা অবলম্বন করল পর্তুগাল প্রশাসন৷ না, কোনও দমকল বাহিনী নিয়োগ করে বন, জঙ্গলে জল ছেটানোর ব্যবস্থা করেনি সরকার৷ করেনি গাছ কাটারও ব্যবস্থা৷ এমনকী, কোনও অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যেও দাবানল নেভানোর ব্যবস্থা করা হয়নি৷ বরং, ছাগলদের একটা বড় ব্রিগেডকে দাবানল প্রতিরোধের অস্ত্র হিসাবে ব্যবহার করছে পর্তুগাল সরকার৷

Advertisement

[এই বাদ্যযন্ত্রের সুর নাকি প্রাণঘাতী! বাজাতে গিয়ে হতে পারে মৃত্যুও]

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি৷ ৩৭০টি ছাগ সেনার একটি ব্রিগেডকে দাবানল নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে পর্তুগালের পার্বত্য অঞ্চলের কোলে বেড়ে ওঠা জঙ্গল ও বনভূমিগুলিতে৷ জানা গিয়েছে, দেশের প্রায় একশো জন পশুপালকের কাছ থেকে এই ছাগলগুলিকে ভাড়া করেছে প্রশাসন৷ দেশের বিভিন্ন পার্বত্য অঞ্চলের বনভূমিতে এদের ছেড়ে দেওয়া হচ্ছে৷ মনের সুখে বনের ঘাস-পাতা খেয়ে সাফ করে দিচ্ছে ছাগলের দল৷ বড় গাছ না খেতে পারলেও, চারাগাছ থেকে শুরু করে লতাপাতা সবই চলে যাচ্ছে এই ছাগ সেনার পেটে৷ প্রশাসনের দাবি, দাবানলের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আগুন ছড়িয়ে পড়া৷ একটা বনে আগুন ধরলে মুহূর্তের মধ্যে তা আশপাশের বনগুলিতে ছড়িয়ে যায়৷ আর এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে শুকনো পাতা ও ছোট ঘাস৷ এই ছাগ বাহিনী নিয়োগের ফলে সেই আগুন ছড়ানোকে নিয়ন্ত্রণ করা যাবে বলে আশা প্রশাসনের আধিকারিকদের৷

[নিলামে উঠল চাঁদ থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির পাথর]

পর্তুগিজ প্রশাসন সূত্রে খবর, প্রত্যেক বছর এই দাবানলের ফলে কেবল প্রাকৃতিক সম্পদই নষ্ট হয় না৷ পাশাপাশি প্রাণ যায় প্রচুর মানুষের৷ গত বছরই প্রায় শতাধিক মানুষের প্রাণ গিয়েছিল এই ভয়ঙ্কর দাবানলে৷ প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, এই দাবানলের ফলে দেশের পর্যটন ব্যবস্থায় প্রভাব পড়ছে৷ অনেক পর্যটক এই স্থানগুলিতে যেতে চাইছেন না৷ এই বিপদ দূর করতেই এমন অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ওই আধিকারিক৷ এই পদক্ষেপের ফলাফল পেতেও যে সরকারকে অপেক্ষা করতে হবে তাও জানান ওই আধিকারিক৷

The post দমকল নয়, দাবানল প্রতিরোধে এই দেশের ব্রহ্মাস্ত্র ছাগল বাহিনী! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার