সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল বহুদিন থেকেই দক্ষিণী তারকা অনুষ্কা শেট্টির সঙ্গে নাকি প্রেম করছেন প্রভাস। তবে প্রকাশ্য়ে এসব নিয়ে আলোচনা করতে চাননি অনুষ্কা বা প্রভাস কেউই। অন্য়দিকে, শোনা গিয়েছিল ‘আদিপুরুষ’ ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি কৃতী স্য়াননের প্রেমে পড়েছেন প্রভাস। তবে সম্প্রতি নিজেকে সিঙ্গল বলেই দাবি করেছেন কৃতী। এত কাণ্ডের মাঝে এবার হঠাৎই সোশাল মিডিয়ায় ভাইরাল হল প্রভাস ও অনুষ্কা বিয়ের ছবি। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। তাহলে কি গোপনে বিয়ে করে ফেললেন প্রভাস ও অনুষ্কা?
আসলে গপ্পোটা হল এআই (AI) কাণ্ড। এআই আসার পর থেকে ফ্যানেরা নানারকম এক্সপেরিমেন্ট করছেন তাঁদের প্রিয় নায়ক ও নায়িকাকে নিয়ে। এবার সেই তালিকাতেই উঠে এল অনুষ্কা ও প্রভাসের নাম। প্রভাস ও অনুষ্কা বিয়ের সাজে কেমন লাগবে, তা দেখার জন্য় এআই-এর ব্যবহার। যা দেখে অনুরাগীরা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ।
[আরও পড়ুন: ‘জওয়ান’ নিয়ে অভিমানে বলিউড ত্যাগ! নয়নতারার মানভঞ্জন করে বলিউডে ফেরাচ্ছেন কে?]
এক সাংবাদিক বৈঠকে প্রভাসকে সাংবাদিকরা সোজাসুজি প্রশ্ন করেন বিয়ে নিয়ে। প্রভাস স্পষ্ট জানান, ”যেখানেই যাই, সেখানেই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আমার বেশ মজাই লাগে। এর থেকে বোঝা যায় অনুরাগীরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালবাসেন। তাই অনুরাগীদের বলতে চাই। বিয়ে আমি খুব শীঘ্রই করছি। তবে এখন কিছু বলব না। ঠিক সময়েই ঘোষণা করব। আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে।”