সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ প্রথমবার নতুন সংসদে ভবনে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আসন্ন লোকসভা ভোটের আগে এবার অন্তর্বর্তী বাজেট। সেই বাজেটে অর্থমন্ত্রী আলাদা করে ভারতের ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নতির উল্লেখ করেন।
তরুণ প্রজন্মের প্রশংসা করে নির্মলা সীতারমণ বলেছেন, ”দেশ যুব ক্রীড়াব্যক্তিত্বের জন্য গর্বিত। তাঁরা দেশের খেলাধুলোকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।” এবারের এশিয়ান গেমসে দারুণ সাফল্য পেয়েছে ভারতীয় দল। এশিয়ান প্যারা গেমসেও ভারতের সাফল্য আকাশচুম্বী। নির্মলা সীতারমণ বলছেন, ”এশিয়ান গেমস ও প্যারা এশিয়ান গেমসে দেশের দারুণ সাফল্য আত্মবিশ্বাসেরই প্রতিফলন।”
[আরও পড়ুন: প্রতীক্ষাই সার, চোটের জন্য মেসির বিরুদ্ধে নামছেন না রোনাল্ডো]
অর্থমন্ত্রী আলাদা করে উল্লেখ করেছেন প্রজ্ঞানন্দের কথা। যিনি বিশ্বমঞ্চে চমক দিয়েছেন। ম্যাগনাস কার্লসেনের কাছে হার মানলেও প্রজ্ঞার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন সবাই। বিশ্বচ্যাম্পিয়নের খেতাব হয়তো জিততে পারেননি প্রজ্ঞানন্দ কিন্তু তাঁর লড়াই প্রসঙ্গে নির্মলা সীতারমণ বলেছেন, ”দেশের একনম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে কঠিন লড়াই দিয়েছে। বর্তমানে ভারতে ৮০ জন গ্র্যান্ডমাস্টার রয়েছেন। ২০১০ সালে মাত্র ২০ জনের বেশি গ্র্যান্ডমাস্টার ছিল দেশে।”