shono
Advertisement

কারাট গোষ্ঠীকে ঘুষ দিয়েছে বিজেপি! বিস্ফোরক দাবি প্রাক্তন সিপিএম সাংসদের

সিপিএম-বিজেপি আঁতাঁত?
Posted: 01:50 PM Dec 15, 2018Updated: 01:50 PM Dec 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্ফোরক অভিযোগ করে জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিলেন কেরলের প্রাক্তন সিপিএম সাংসদ তথা বর্তমানে কংগ্রেস নেতা এপি আবদুল্লাকুট্টি। লোকসভার এই প্রাক্তন সাংসদের অভিযোগ, ‘ধর্মনিরপেক্ষ ভোট ভাগ করতে বিজেপির থেকে ১০০ কোটি টাকা নিয়েছে দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট গোষ্ঠী। বিনিময়ে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ করার খেলায় নেমেছেন তাঁর অনুগামীরা।’

Advertisement

[কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি অর্থনীতির ক্ষতি করছে, দাবি রাজনের]

সদ্যসমাপ্ত রাজস্থান বিধানসভার ভোটে সিপিএমের ভোট বিজেপির বাক্সে ঢুকেছে বলেও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করেছেন বর্তমানে কংগ্রেসের নেতা আবদুল্লাকুট্টি। একটি ফেসবুক পোস্টে এই প্রাক্তন সিপিএম সাংসদ দাবি করেছেন, ধর্মনিরপেক্ষ ভোট ভাগাভাগির জন্য বিজেপির কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়েছে কারাট লবি। লোকসভা ভোটের আগে বিজেপির সঙ্গে সিপিএমের একাংশের এই ‘গোপন আঁতাঁত’ নিয়ে জোর গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে। ওই প্রাক্তন সিপিএম নেতার আরও দাবি, বিষয়টি দলের বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নজরে এসেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলের অন্দরে ইয়েচুরি আলোচনা করতে চান বলে তিনি উল্লেখ করেছেন। ১৯৯৯ থেকে ২০০৯, দুই পর্বে কান্নুর থেকে সিপিএমের টিকিটে সাংসদ হয়েছিলেন আবদুল্লাকুট্টি। রাজ্য নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০০৯-তে সিপিএম থেকে বহিষ্কৃত হন তিনি। তাঁর দাবি, দিল্লির পুরনো ‘কমরেড’দের থেকেই তিনি এমন ভয়ংকর তথ্য পেয়েছেন। আবদুল্লাকুট্টি লিখেছেন, ‘২৮টি কেন্দ্রে প্রার্থী দিয়ে সিপিএম অন্তত চার লক্ষ ধর্মনিরপেক্ষ ভোট ভাগ করে দিয়েছে। সিপিএম প্রার্থীর উপস্থিতির জেরে তিনটি কেন্দ্রে জয়ের মুখ দেখেছে গেরুয়া শিবির। পিলিবাঙ্গা কেন্দ্রে ২৭৮ ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়েছেন বিজেপির ধর্মেন্দ্র কুমার। এই কেন্দ্রে ভোট ভাগাভাগি হয়েছে। সিপিএম প্রার্থী পেয়েছেন ২,৬৫৯ ধর্মনিরপেক্ষ ভোট। অনেক ক্ষেত্রে নিজেদের জমানত বাজেয়াপ্ত হলেও দলের একাংশের ঘরে কোটি কোটি টাকা ঢুকেছে।’

[চার বছরে মোদির বিদেশ সফরে খরচ ২ হাজার কোটি, তথ্য বিদেশমন্ত্রকের]

আবদুল্লাকুট্টির দাবি, ওই সংখ্যক ধর্মনিরপেক্ষ ভোট কংগ্রেসের হাতে থাকার কথা। ভোট ভাগাভাগি নিয়ে দলের অন্দরে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি উদ্বেগ প্রকাশ করেন বলেও দাবি করেছেন প্রাক্তন সাংসদ। সিপিএম থেকে বহিষ্কারের পর আবদুল্লাকুট্টি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের টিকিটেই কান্নুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হন তিনি। এরপর ২০১১-এর বিধানসভা নির্বাচনেও কান্নুর কেন্দ্রে জয়ের ধারা বজায় রাখেন তিনি। ২০১৬-তে অবশ্য ছবিটা বদলে যায়। সেবার কান্নুরের বদলে প্রতিদ্বন্দ্বিতা করেন থালাসেরি কেন্দ্র থেকে। যেখানে সিপিএম প্রার্থী এ এন সামশেরের কাছে তিনি পরাজিত হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement