সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে ‘খুশির ইদ’। দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রায় অনেক রাজনীতিবিদই। তবে এর মধ্যেই বিতর্কে জড়ালেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ প্রশান্ত ভূষণ। সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ তুলে ধরার জন্য সোমবারই দু’টি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিদু’টি ঘিরেই শুরু হয় বিতর্ক। অনেকেই তাঁকে সমালোচনায় বিদ্ধ করেন। কেন শুধু হিন্দুরাই ইদের শুভেচ্ছা জানাবে, এ প্রশ্নের মুখেও পড়তে হয় তাকে।
[২৫ ফুট উঁচু গন্ডোলা থেকে পড়ে গেল কিশোরী, তারপর…]
এদিন ইদ উপলক্ষে শ্রীকৃষ্ণের একটি ছবি পোস্ট করেন প্রশান্ত ভূষণ। যেখানে ভগবান কৃষ্ণ এক মুসলিম ব্যক্তিকে আকাশে কিছু দেখাচ্ছেন। পাশাপাশি লেখেন, ‘এই গঙ্গা-যমুনা সংস্কৃতি, সর্বধর্ম সমন্বয় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি তুলে ধরছে। এটাই ভারতের শক্তি। কিন্তু এখন এই সম্প্রীতি বিপন্ন।’
এরপরেই টুইটারে সমালোচনার মুখে পড়েন প্রাক্তন আপ নেতা। কেউ লেখেন, ‘এই কথাগুলি আমাদের না বলে ওই মুসলিম সন্ত্রাসবাদীদের গিয়ে বলুন, যাদের আপনি বারবার বাঁচানোর চেষ্টা করেন।’ অপর একজন লেখেন, ‘কখনও জিজ্ঞাসা করেছেন কেন হিন্দুরাই শুধু ইদের শুভেচ্ছা জানাবে? কখনও দেখেছেন একজন ইমাম কিংবা মুসলিম নেতাকে আমাদের ধর্মের প্রশংসা করতে?’ এখানেই শেষ নয়, ‘ওঁকে পাকিস্তানে যেতে দেওয়া হোক। ওখানে গিয়েই চাঁদ দেখা উচিত। ভারতের উন্নতির জন্য আপনি চলে যান। এখানে আপনার প্রয়োজন নেই।’
The post ‘শুধু হিন্দুরাই কেন ইদের শুভেচ্ছা জানাবে?’ প্রশ্নের মুখে প্রাক্তন আপ নেতা appeared first on Sangbad Pratidin.