shono
Advertisement

ইঞ্জিনিয়ারিং ছেড়ে ধরলেন স্টিয়ারিং, স্রোতের বিপরীতে হেঁটে লাইমলাইটে মহিলা বাসচালক

বাণিজ্যনগরীর প্রথম বাসচালক হিসাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রতীক্ষা দাস৷ The post ইঞ্জিনিয়ারিং ছেড়ে ধরলেন স্টিয়ারিং, স্রোতের বিপরীতে হেঁটে লাইমলাইটে মহিলা বাসচালক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Jul 11, 2019Updated: 03:37 PM Jul 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতে বাঁধা জীবন নয়৷ তার পরিবর্তে জীবন হোক চমকে মোড়া৷ জীবনের প্রতিটি মোড়ে থাক রোমাঞ্চ৷ এই ভাবনা নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা সত্ত্বেও পেশা হিসাবে বাস চালানো বেছে নিলেন মুম্বইয়ের প্রতীক্ষা দাস৷ বাণিজ্যনগরীর প্রথম বাসচালক হিসাবে উলটো স্রোতে হেঁটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বছর চব্বিশের এই তরুণী৷

Advertisement

[ আরও পড়ুন: নকল জল বিক্রি চক্রের হদিশ, দেশজুড়ে তল্লাশিতে গ্রেপ্তার ৮০০ জন]

ছোট থেকে বাণিজ্যনগরীতেই বেড়ে উঠেছেন প্রতীক্ষা৷ আগাগোড়াই এক্কেবারে অন্যরকম মেয়েটি৷ তথাকথিত সমাজের চোখে ‘লক্ষ্মী’ সে মোটেই নয়, বরং দুষ্টুমিতে ভরপুর৷ পড়াশোনায় বরাবরের ভাল মেয়েটির বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির প্রতি প্রেম জাগে৷ বাবা-মা চেয়েছিলেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেই পায়ের মাটি শক্ত করুক৷ সেই মতো মালাডেক ঠাকুর কলেজে ভরতি করে দেওয়া হয় প্রতীক্ষাকে৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন তিনি৷

কিন্তু চাকরি করে রোমাঞ্চহীন গতে বাঁধা জীবন যে এক্কেবারে না-পসন্দ প্রতীক্ষার৷ জীবনে প্রতিটি মুহূর্তে চড়াই-উতরাই ছাড়া ভাল লাগে না তাঁর৷ তাই ইঞ্জিনিয়ার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা ভুলেও ভাবেননি মুম্বইয়ের কন্যা৷ পরিবর্তে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি বেছে নেন বাসের স্টিয়ারিং৷ ব্যস্ততায় মোড়া-ভিড়ে ঠাসা বাণিজ্যনগরীর বিভিন্ন প্রান্তে যাত্রীদের পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সাহসিনী৷ মুম্বইয়ের প্রথম মহিলা বাসচালক প্রতীক্ষা দাস৷

[ আরও পড়ুন: অযোধ্যা মামলায় মধ্যস্থতাকারীদের থেকে দ্রুত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট]

কিন্তু কেন এমন অন্যরকম জীবন বেছে নিলেন বছর চব্বিশের তরুণী? ছোট থেকেই গাড়ির প্রতি ভালবাসা প্রতীক্ষার৷ বাইক, স্কুটি সবই চালিয়েছেন তিনি৷

ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আরটিও অফিসার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি৷ সেজন্য প্রয়োজন ছিল ভারী গাড়ি চালানোর লাইসেন্স৷ স্বপ্নপূরণের জন্য বড় ভারী গাড়ি চালানো শেখেন প্রতীক্ষা৷ ব্যস! তারপর থেকেই বাস চালানোর ইচ্ছাই যেন তাড়া করে বেড়াচ্ছিল ওই তরুণীকে৷ প্যাশন আঁকড়েই জীবনের আঁকাবাঁকা পথে হাঁটতে শুরু করেছেন প্রতীক্ষা৷ গতে বাঁধা সমাজের ছবিকে বদলাতে তরুণীর পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য, বলছেন সকলেই৷

The post ইঞ্জিনিয়ারিং ছেড়ে ধরলেন স্টিয়ারিং, স্রোতের বিপরীতে হেঁটে লাইমলাইটে মহিলা বাসচালক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement