shono
Advertisement

Breaking News

‘বালাজিকে পুজো দিন, ভাল হয়ে যাবে’, করোনা রোগীর পরিবারকে সান্ত্বনা দিয়ে বিতর্কে বিজেপি নেতা

ওই নেতার পালটা প্রশ্ন, তিনি ভুল কী বলেছেন।
Posted: 05:15 PM Apr 27, 2021Updated: 05:17 PM Apr 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘বালাজি (Balaji) মহারাজের নামে নারকেল নিবেদন করে পুজো দিন। উনিই সব ঠিক করে দেবেন।’’ করোনা (Coronavirus) আক্রান্ত এক রোগীর পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এমনই বললেন বিজেপি (BJP) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। আর এই মন্তব্যকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। যদিও গজেন্দ্রর দাবি, তিনি ভুল কিছু বলেননি। তবুও বিরোধীদের কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে।

Advertisement

ঠিক কী ঘটেছিল? রাজস্থানের (Rajasthan) এইমস, এমডিএম, এমজিএইচ প্রমুখ হাসপাতালগুলিতে ঘুরে ঘুরে করোনা পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এইভাবেই তিনি পৌঁছে যান যোধপুরের মথুরাদাস মাথুর হাসপাতালে। তাঁকে দেখেই এক তরুণ এগিয়ে এসে জানান, তাঁর মা খুব অসুস্থ। গজেন্দ্র দ্রুত চিকিৎসকদের নির্দেশ দেন ওই তরুণের মা’কে দেখার জন্য। কিন্তু দেখা যায় ততক্ষণে মারা গিয়েছেন ওই মহিলা।

[আরও পড়ুন: ‘উত্তরপ্রদেশ এখন করোনা প্রদেশ’, যোগীর বিরুদ্ধে তথ্য লুকনোর অভিযোগ অখিলেশের]

এরপরই তাঁর সঙ্গে দেখা হয় পাশে দাঁড়িয়ে কেঁদে চলা দুই মহিলার। তাঁরা কাঁদতে কাঁদতে বলছিলেন, তাঁদের কপালে যে কী আছে তা কে জানে! তখনই তাঁদের সান্ত্বনা দিতে গিয়ে বিজেপি নেতা বলেন, ‘‘ডাক্তাররা তাঁদের কাজ করছেন। আপনারা বালাজি মহারাজকে নারকেল নিবেদন করে পুজো দিন। ভগবান সব ঠিক করে দেবেন।’’

তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, তাহলে কি ডাক্তারদের উপরে আস্থা নেই কেন্দ্রীয় মন্ত্রীর? এর জবাবে তিনি একটি টুইট করেছেন। তাঁর বিরুদ্ধে শুরু হওয়া সমালোচনাকে উড়িয়ে দিয়ে তাঁর সাফাই, ‘‘এটা বলা ভুল হয়েছে কোন দিক দিয়ে? বিরোধীরা আমাকে বোঝাক তো। হাসপাতালে ভরতি রোগীর পরিজনদের সান্ত্বনা দেওয়া কী করে ভুল হতে পারে, তা স্পষ্ট করে বলা হোক।’’

চিকিৎসকদের যোগ্যতার উপরে তাঁর কোনও রকম সংশয় সেকথাও পরে জানিয়ে দিয়েছেন গজেন্দ্র। তাঁর কথায়, ‘‘ডাক্তারদের নিয়ে আমার সন্দেহ নেই। তাঁরা নিশ্চয়ই তাঁদের কর্তব্য করছেন।’’
প্রসঙ্গত, গোটা দেশেই করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক হয়ে উঠেছে। রাজস্থানও ব্যতিক্রম নয়। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬ হাজারেরও বেশি। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ।

[আরও পড়ুন: দেশের করোনা গ্রাফে সামান্য স্বস্তি, কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement