shono
Advertisement

অ্যাম্বুল্যান্সের খোঁজে ১২ কিমি পথ কাঁধে করে প্রসূতি স্ত্রীকে বইলেন স্বামী

রাস্তায় মৃত্যু সদ্যোজাতের৷ The post অ্যাম্বুল্যান্সের খোঁজে ১২ কিমি পথ কাঁধে করে প্রসূতি স্ত্রীকে বইলেন স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Jul 31, 2018Updated: 04:01 PM Jul 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যন্ত্রণায় ছটফট করছেন সন্তানসম্ভবা স্ত্রী৷ জঙ্গলের ভিতর বাড়ি হওয়ায় অমিল অ্যাম্বুল্যান্স৷ বাধ্য হয়ে কাঁধে করে স্ত্রীকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তা হেঁটে পার করলেন এক ব্যক্তি৷ রাস্তাতেই শিশুপুত্রের জন্ম দেন ওই মহিলা৷ কিন্তু ঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পারায় সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হয়নি৷ রাস্তাতেই মারা গেল সন্তান৷ মহিলার অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে৷

Advertisement

[পাঁচ প্রেমিকাকে খুশি করতে হাত সাফাই, পুলিশের জালে প্রেমিক-চোর]

অন্ধ্রপ্রদেশের প্রত্যন্ত এলাকা বিজয়নগরম৷ কয়েকটি আদিবাসী পরিবারের বাস৷ উন্নয়নের আলো ওই এলাকায় এক্কেবারেই পৌঁছায়নি তা বলাই যায়৷ বিদ্যুতের বন্দোবস্ত রাস্তাঘাট সবেতেই অনুন্নয়নের ছাপ স্পষ্ট৷ স্বাস্থ্য পরিষেবাও ঠিক মতো পাননা বিজয়নগরমের বাসিন্দারা৷ স্বাস্থ্যকেন্দ্র আছে তো চিকিৎসক নেই আবার চিকিৎসক আছে তো স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো নেই৷  

[সুরক্ষার তাগিদ, দূরপাল্লার ট্রেনে গোলাপি হচ্ছে মহিলা কামরা]

ওই এলাকারই বাসিন্দা ছিলেন বছর বাইশের জিন্দাম্মা৷ দুটি সন্তানও রয়েছে তাঁর৷ আট মাসের গর্ভবতী মহিলা আচমকাই প্রসব যন্ত্রণা অনুভব করেন৷ তাই বাধ্য হয়ে বাঁশের সঙ্গে শাড়ি ও দড়ি দিয়ে স্ত্রীকে বেঁধে কাঁধে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন জিন্নাম্মার স্বামী৷ প্রতিবেশীরাও সাহায্য করেন ওই দম্পতিকে৷ রাস্তাতেই পুত্রসন্তানের জন্ম দিলেও, শেষরক্ষা হয়নি৷ জিনাম্মার পরিজনদের দাবি, সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া গেলে, সদ্যোজাতকে বাঁচানো সম্ভব হত৷ কাঁধে করে ১২ কিলোমিটার রাস্তা এভাবেই স্ত্রীকে নিয়ে যান মহিলার স্বামী৷ অত্যধিক রক্তক্ষরণের সমস্যায় ভুগছেন জিনাম্মা৷ সংকটজনক অবস্থায় অবশেষে হাসপাতালে ভরতি করানো হয়েছে তাঁকে৷

[সংসদে রূপান্তরকামীদের নিয়ে ঠাট্টা, ক্ষমা চাইলেন মানেকা গান্ধী]

বিজয়নগরম এলাকার বাসিন্দাদের দাবি, এ ছবি নতুন নয়৷ বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য অ্যাম্বুল্যান্স না পেয়ে এলাকার বেশীরভাগ প্রসূতিকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়৷ স্বাস্থ্যব্যবস্থার বেহাল পরিকাঠামোতেও বিপাকে পরতে হয় তাঁদের৷ থেকে যায় প্রাণের ঝুঁকিও৷ কখনও মৃত্যু হয় নবজাতকের আবার কখনও বা মারা যান প্রসূতি৷ কিন্তু তাতেও প্রশাসনিক কর্তাব্যক্তিদের হুঁশ ফিরছে না বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা৷

The post অ্যাম্বুল্যান্সের খোঁজে ১২ কিমি পথ কাঁধে করে প্রসূতি স্ত্রীকে বইলেন স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement