সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ফাঁকিবাজি নয়, এবার থেকে দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করতে হবে। নইলে নিজের জায়গাটি ছে়ড়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আরও এক সাহসী পদক্ষেপ উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। শুধু সরকারি আমলা নয়, দলের কর্মী থেকে নেতা সবাইকে এই নিয়ম মানার নির্দেশ দিয়েছেন তিনি। রবিবার গোরক্ষপুরে বিজেপি-র কর্মী সমাবেশে এভাবেই সরকারি আমলা এবং দলের সদস্য-সমর্থকদের কড়া বার্তা দিলেন আদিত্যনাথ।
[ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, আতঙ্কে পর্যটকরা]
এদিন দলীয় কর্মীদের উদ্দেশে নিজের বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘আমাদের অন্তত দিনে ১৮ থেকে ২০ ঘণ্টা কাজ করতে হবে। মজা করার কোনও সময় আমাদের হাতে নেই।’ এরপরে রায়বেরেলি একটি অ্যাসিড হামলার ঘটনা তুলে ধরে বলেন, ‘সরকারি আধিকারিকরা এখনও পুরানো রীতিতেই কাজ করে চলেছেন। আমি হাসপাতালে গিয়েছিলাম অ্যাসিড আক্রান্ত মহিলার সঙ্গে দেখা করতে। তারপরেই আধিকারিকদের আগামী কয়েকঘণ্টার মধ্যে গোটা ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’
[গিলগিট-বাল্টিস্তান ভারতেরই অঙ্গ, মোদির দাবিতে সিলমোহর ব্রিটিশ পার্লামেন্টের]
এখানেই না থেমে যে সমস্ত সমাজবিরোধীরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গোটা রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে চলেছে, লাগাতার অপরাধ করছে – তাদেরকেও সাবধান করেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, হয় তারা রাজ্য ছেড়ে চলে যাক অথবা শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকুক। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নিজের বক্তব্যে আদিত্যনাথ বলেন, ‘গুণ্ডা-মাফিয়া অথবা সমাজবিরোধী মূলক কাজে যারা উৎসাহ দিচ্ছে, তাদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাদের হয় উত্তরপ্রদেশ ছেড়ে চলে যেতে হবে না হলে জেলের পথ তো খোলা রয়েইছে।’
[গাছ কাটতে বাধা দেওয়ায় যুবতীকে জ্যান্ত পোড়াল গ্রামবাসীরা]
মুখ্যমন্ত্রীর চেয়ার বসার পর থেকেই অনেকগুলি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আদিত্যনাথ। মন্ত্রিসভার বৈঠক না করেই গত ১৫০ ঘণ্টায় ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এর পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন। রবিবার গোরক্ষপুরের পদযাত্রায় তিনি বলেন, বিখ্যাত কবি তুলসিদাস কখনোই আকবরকে সম্রাট হিসেবে মেনে নেননি। তাঁর কাছে একজনই ভগবান ছিলেন। আর তিনি আর কেউ নন, ‘ভগবান রাম’।
[মদ্যপান করে বিমানে ‘অভব্য’ আচরণ, কপিল শর্মাকে ‘সতর্ক’ করবে এয়ার ইন্ডিয়া]
The post ২০ ঘণ্টা কাজ করতে প্রস্তুত থাকুন, আমলাদের নির্দেশ আদিত্যনাথের appeared first on Sangbad Pratidin.