shono
Advertisement

রাষ্ট্রপতির নির্দেশে বরখাস্ত প্রধানমন্ত্রী, রাজনৈতিক ডামাডোলে উত্তাল সোমালিয়া

দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে সোমালিয়ার প্রধানমন্ত্রীকে।
Posted: 05:27 PM Dec 27, 2021Updated: 05:27 PM Dec 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন ঘটনা ঘটে গেল পূর্ব আফ্রিকার (East Africa) দেশ সোমালিয়াতে (Somali)। দুর্নীতির অভিযোগে সেখানকার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন সে দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মহম্মদ ফারমাজো (President President Muhammad Farmaajo) নির্দেশ দিয়েছেন, যতদিন তদন্ত প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত ক্ষমতাচ্যূত থাকবেন প্রধানমন্ত্রী মহম্মদ রোবলে (Prime Minister Mohamed Roble) । আপাতত দায়িত্ব সামলাবেন দেশটির উপপ্রধানমন্ত্রী।  

Advertisement

সোমালিয়ার রাষ্ট্রপতি মহম্মদ ফারমাজোর অভিযোগ, প্রধানমন্ত্রী মহম্মদ রোবলে দুর্নীতিগ্রস্ত, জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তিনি। আগেই রোবলের বিরুদ্ধে রাষ্ট্রপতি ফারমোজের অভিযোগ ছিল, দেশের নির্বাচন প্রক্রিয়াকে (Election Process) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন রোবলে।

[আরও পড়ুন: ‘আমরা সোভিয়েত নই, লড়াই হলে হারব না’, আমেরিকাকে হুমকি চিনা রাষ্ট্রদূতের]

এদিন ফারমোজে বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলার কারণে আপাতত তাঁর ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এই সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন উপপ্রধানমন্ত্রী মাহদি মহম্মদ গুলেদ। যতদিন না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সাসপেন্ডেড থাকবেন মহম্মদ রোবলে।”

এদিন সরকারি আধিকারিকদের উদ্দেশে রাষ্ট্রপতি ফারমোজে বার্তা দেন, সাধারণ মানুষের জমি ক্রোক করা আটকাতে হবে। এইসঙ্গে দেশের আইনশৃঙ্খলার প্রতি নজর রাখতে হবে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মহম্মদ রোবলে পর পর দুটি বৈঠক করার পরেই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি ফারমোজে। তাঁর বক্তব্য, কৌশলে প্রতিরক্ষা মন্ত্রকের তদ্ন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ারই চেষ্টা করছিলেন প্রধানমন্ত্রী রোবলে।

[আরও পড়ুন: মায়ানমার গণহত্যায় ‘স্বচ্ছ ও বিস্তারিত’ তদন্তের দাবি জানাল রাষ্ট্রসংঘ]

সোমালিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, দুই রাষ্ট্রনেতার আকচাআকচির কারণে দেশটির নির্বাচন প্রক্রিয়া ফের ব্যহত হতে চলেছে। যা ২০২২-এর আগে শেষ করার কথা রয়েছে। প্রসঙ্গত, সোমালিয়াতে ১ নভেম্বরে শুরু হয়েছে নির্বাচন। ২৭৫ জনের মধ্যে ২৪ জন সংসদ ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। এরপরই দেশের রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিত স্থগিত হয় নির্বাচন প্রক্রিয়া। যদিও সোমালিয়ার নির্বাচন কমিশনের তরফে ২৪ ডিসেম্বরের মধ্যে সংসদের নির্বাচন প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement